সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা। এরমধ্যে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও বহিরাগতদের হামলার শিকার হন শিক্ষার্থীরা। পরদিন ১৯ ফেব্রুয়ারি সিলেটের এমসি কলেজের এক ছাত্রকে পেটানোর অভিযোগ ওঠে শিবিরের বিরুদ্ধে।
অন্যদিকে, গতকাল ২০ ফেব্রুয়ারি তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিবির নেতা ফজলে রাব্বির ওপর ছাত্রদলের হামলার অভিযোগ পাওয়া যায়।
এসব ঘটনায় একে অপরের ওপর দায় চাপাচ্ছে ছাত্র সংগঠনগুলো।
এবার শিক্ষাঙ্গনে ছাত্র নির্যাতনের ঘটনায় মুখ খুললেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা।
যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।
আপনার মতামত লিখুন :