লেখক ও ব্লগার পিনাকী ভট্টচার্য তার এক ভিডিতে বলেছেন, আমাকে হত্যার জন্য পরিকল্পনা করছে আওয়ামী লীগ।
তিনি বলেন, আমার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে, কীভাবে হয়েছে শুনেন। একটি অনলাইন মিটিংয়ের ভিডিওতে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা ছিলো। সেখানে একজন বলেন, ফ্রান্সের একটি আইনের কথা বলি, আপনি যদি কাউকে হত্যা করেন এখানে মৃত্যুদণ্ড দেয়া হয়না। ১০-১২ বছরের জেল হয় শুধু। ফ্রান্সে কি বাংলাদেশি মানুষ নাই। পিনাকী এইসব করছে আর বাংলাদেশি মানুষ বসে আছে। পিনাকীর গলা কেটে দেয়ার কথা বলেন ওই আওয়ামী লীগ কর্মী তখন।
প্রতিক্রিয়ায় পিনাকী বলেন, আমি শহীদ হলে বাংলাদেশি ভাইদের প্রতি আহবান, ছোট-বড় কোনো বাকশালিকে ছেড়ে দিবেন না। আমার মৃত্যুর খবর পৌছানোর ২৪ ঘণ্টার ভিতর সবাইকে শেষ করে দিবেন। উৎস: জনকন্ঠ।
আপনার মতামত লিখুন :