সম্প্রতি এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের জন্য মার্কিন সাহায্য রিভিউ করার লক্ষ্যে ৯০ দিনের জন্য স্থগিত করেছেন।তবে বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম শিরোনামে শুধু বাংলাদেশ শব্দটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন সংবাদ উপস্থাপনাকে বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজ রবিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস উইং জানায়, লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশের কিছু গণমাধ্যম শিরোনামে শুধু বাংলাদেশ শব্দটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে। এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে গণমাধ্যম সমুহের কাছে আরও স্পষ্টতা প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার।
গত ২০ জানুয়ারি দায়িত্ব নিয়ে সবগুলো দেশে সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র ইসরায়েল ও মিসরকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছিল।
আপনার মতামত লিখুন :