সম্প্রতি ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত সাংবাদিক সংবাদকর্মী ময়ূখ রঞ্জন ঘোষের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মো: তারেক রহমান ব্যঙ্গ করে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।"
এদিকে, তারেক রহমান ভারতের গণমাধ্যমে যে প্রচারণা চলছে তা নিয়ে নিজের মতামত প্রকাশ করে জানান, "এটা আমাদের জাতীয় সত্তার ও দেশের জন্য বির্বতকর। আমরা এসব মিথ্যা খবর ও সংবাদ এবং আপনাকে কমেডি মনে করি।"
ভারতীয় সংবাদকর্মী ময়ূখ ঘোষ প্রশ্ন করেছিলেন, "আপনারা আরাকান আর্মীদের সাথে যুদ্ধ করছেন না কেন, আমরা তো শুনছি তারা বাংলাদেশে ঢুকে পড়েছে?" এ প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, "আরাকান আর্মীদের আমরা আমাদের শত্রু মনে করছি না। তারা বাংলাদেশে ঢুকেনি, বরং ভারতীয় গণমাধ্যমে ঢুকে গিয়েছে, আর সেজন্য তারা এমন অপপ্রচার চালাচ্ছে।"
তারেক রহমান আরো বলেন, "ভারতীয় আর্মীরা সীমান্তে রয়েছে, সৈন্য প্রস্তুত, মিসাইল প্রস্তুত, কিন্তু কোথায় তারা আসলে? এখন কথা হচ্ছে, পাশের দেশে বোমা ফাটালে বাংলাদেশে তার শব্দ আসবে, কিন্তু এটা মানে তো নয় যে বাংলাদেশে বোমা ফাটছে।"
তিনি সতর্ক করে বলেন, "যদি আমাদের দেশের ভেতরে প্রবেশ করা হয় বা আঘাত হানে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। আমাদের দেশের ব্যাপারে এই ধরনের মিথ্যা প্রচার আমরা একেবারেই সহ্য করবো না।"
শেষে ময়ূখ ঘোষ তারেক রহমানকে প্রশ্ন করেন, "ভয়ে আবার আপনি কাপছেন না তো?" তারেক রহমান এ প্রশ্নের জবাবে হেসে বলেন, "আপনার ভয়েই এখন আমি কাপছি।" সূত্র : জনকন্ঠ এবং আর বাংলা
আপনার মতামত লিখুন :