শিরোনাম
◈ ‘মারবা? পারবা না’, গাড়ি দুর্ঘটনার পর সারজিস ও হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলপার আটক ◈ হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা ◈ হাসনাত-সার্জিসের বহরের গাড়ি দুর্ঘটনায়, পরিকল্পিতভাবে ট্রাক চাপার অভিযোগ (ভিডিও) ◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা  : প্রেস সচিব (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ১২:১৬ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সজীব ওয়াজেদ জয়ের ‘মিথ্যা তথ্য’ ধরিয়ে দিলেন সাংবাদিক নুরুল কবির

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মিথ্যা তথ্য’ ছড়াচ্ছেন বলে জানিয়েছেন দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির।

আজ শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটি দাবি করেন নুরুল কবির।

ফেসবুকে দুটি স্ক্রিনশট যুক্ত করে নুরুল কবির লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় গত ১৬ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন যে, অন্তর্বর্তী সরকারের প্রথম ৫২ দিনে আটজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন—এই সংবাদটি নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে “জোর করে” ডিলিট করিয়েছে ড. ইউনূসের সরকার।’

ওই দাবি সঠিক নয় জানিয়ে নুরুল কবির লেখেন, ‘এটা স্পষ্ট যে, ভ্রান্ত তথ্য ছড়ানো হয়েছে। সত্য হলো, কোনো সরকারি সংস্থা আমাদের পত্রিকার অনলাইন সংস্করণ থেকে প্রতিবেদনটি সরাতে আমাকে বলেনি, আমরা সংবাদটি ডিলিটও করিনি।’

জয়ের উদ্দেশে নিউ এজ সম্পাদক আরও লেখেন, ‘ইউনূস প্রশাসন চাইলেও আমি খবরটি ডিলিট করতাম না। নিউ এজ কখনোই তার মাসহ আগের কোনো শাসকের ইচ্ছার কাছে নতি স্বীকার করেনি। এই পেশাদারত্বের জন্য আমাকেসহ নিউ এজ কর্তৃপক্ষকে প্রচুর মূল্য পরিশোধ করতে হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়