শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি

চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ টক-শো উপস্থাপনার মাধ্যমে দেশ বিদেশের দর্শকদের কাছে পরিচিতি পান দীপ্তি চৌধুরী। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনকালীন সাবেক বিচারপতি মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দীপ্তি সবার প্রিয় মুখ হয়ে ওঠেন।

গেল কিছুদিন যাবৎ অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই তাকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে মীম বানানো হচ্ছে। কখনও দীপ্তির ফ্যামিলি, কখনও বা তার শিক্ষাগত অবস্থান নিয়ে নানাভাবে একটি পক্ষকে ট্রল করতে দেখা যাচ্ছে।

এসবে অনেকটা বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন দীপ্তি। শুক্রবার নিজের ফ্যানপেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, বডি শেমিং, ট্রলিং, পলিটিকাল হ্যারেসমেন্ট আরও কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনলো না বলে এতো কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।

দীপ্তির পোস্টে তার শত শত অনুসারী উৎসাহ দিয়ে মন্তব্য করেছেন। বাবু চাকমা লিখেছেন, সফলদের সমালোচনা থাকবে। কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। দীপ্তি আপনার জন্য শুভকামনা রইলো। আপনি আরও সফল হন এগিয়ে যান।

সুরুজ আলী নামে আরেকটা মন্তব্য করেছেন, আপনার বিরুদ্ধে অপপ্রচার করে কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আপনি এগিয়ে যান। উৎস: চ্যানেল আই

দীপ্তি চৌধুরী উপস্থাপনার বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন। তিনি চ্যানেল আইতে ‘এখন কি চাই’ এবং ‘স্ট্রেইট কাট’ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়