শিরোনাম
◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন ◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটি দেখা হবে : প্রেস সচিব

মনিরুল ইসলাম : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘২০০৯ থেকে ২০২৪ জুলাই পর্যন্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোন সাংবাদিকদের কেমন ভূমিকা ছিল সেটি দেখতে হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে সিরিয়াসলি গবেষণা করা হবে।’

আজ বুধবার ‘ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই’ এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা দেখতে হবে। এই সময়ে কে কীভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে। যদিও অনেকে এসময় সত্য বলতে পিছু হয়নি।’

তিনি বলেন, ‘শুধু জুলাই গণহত্যা নয়, শুরু করতে হবে আরও আগের সময় থেকে। গত ১৬ বছরে কার কী রোল ছিল এগুলো দেখা হবে। এছাড়া গত তিনবারের নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে।’

প্রেস সচিব বলেন, ‘২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করলো, তারা কারা। মিডিয়া কাদের ওপর দোষ চাপালো এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরণের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়