শিরোনাম
◈ চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ গ্রেফতার ৩  ◈ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ. অনেকের জামিনে সরকারের উচ্চমহলে উদ্বেগ ◈ সেনাবাহিনীতে বিশেষ পেশায় জনবল নিয়োগ ◈ ভেঙে দেওয়া হয়েছে বিচার ও পুলিশ বিভাগের সিন্ডিকেট: অ্যাটর্নি জেনারেল ◈ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর ◈ বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আহত দিতিকন্যা লামিয়া (ভিডিও) ◈ ইতিহাসে মাত্র একবারই এসেছিল ‘৩০ ফেব্রুয়ারি’ ◈ ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষেই সম্ভব: তারেক রহমান ◈ স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিলেন যেভাবে নেত্রকোনার দীপ ভৌমিক ◈ ফের নতুন ভাইরাসের সন্ধান, সতর্ক করলেন বিজ্ঞানীরা 

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৩:৪১ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ইনফ্লুয়েন্সার তরুণীর, কী ঘটেছিল

আন্তর্জাতিক ডেস্ক :  ১০ বছরের শিশুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।নেহা বিসওয়াল নামে ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই শিশু সাইকেলে করে এসে তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে।ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেহা বিসওয়াল নিজেই এক ভিডিওতে সেদিনে ঘটনা বর্ণনা করেছেন। জানিয়েছেন সিসিটিভি ফুটেজে সেই ভিডিও ধারণ হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

সেই এলাকায় ভাড়া থাকেন নেহা। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘এর আগে কখনোই আমার সাথে এমন হয়নি। আমার খুবই খারাপ লাগছে। আমি সেদিন হাঁটতে হাঁটতে ভিডিও তৈরি করছিলাম। আমার পাশ দিয়ে সাইকেল চালিয়ে সামনে চলে যায় একটি ছেলে। আমাকে দেখে ইউটার্ন নেয়। এরপর আমার দিকে এগিয়ে আসতে থাকে। প্রথমে সে আমাকে ব্যঙ্গ করে এবং এরপর আমার গায়ে হাত দেয়।

নেহা জানান, কাজটি করে ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে। অনেকে পথচারী তার পক্ষ থেকে ছেড়ে দেওয়ারও কথা বলে। তারা বলছিলেন, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। ইচ্ছা করে হয়তো করেনি। 

তিনি বলেন, ‘এরপর আমি আমার ভিডিওটি চালাই এবং সবাই দেখে যে ছেলেটা ইচ্ছা করেই কাজটি করেছে। এরপরর আমি তাকে সেখানেই আঘাত করি। অনেকে আমার পক্ষ নিয়ে তাকে মারধর করে। কিন্তু সত্যি বলতে আমি নিরাপদ বোধ করছি না। ’

এরপর আরেকটি ভিডিওতে নেহা জানান, তিনি কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত শুরু করে এবং সিসিটিভি বিশ্লেষণ করে। তিনি বলেন, ‘আমি কোনো আইনি পদক্ষেপ নিতে চাইনি। কারণ ও একদমই বাচ্চা ছেলে। আমি চাই না ওর ভবিষ্যত নষ্ট হোক। তবে আমি চাই তাকে ধরা হোক এবং সতর্ক করে দেওয়া হোক।  

নেহা বলেন, বেঙ্গালুরু পুলিশ তাকে অনেক সহযোগিতা করেছে। তবে তারপরও শঙ্কা কাটছে না তার। বেঙ্গালুরুর পুলিশ কর্মকর্তা সারাহ ফাতিমা বলেন, সেই শিশুকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

সুত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়