শিরোনাম
◈ ব্যাংককে ইউনূস- মোদির বৈঠক কাল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা ◈ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু, কঠোর সমালোচনায় বিশ্ব নেতারা ◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১০:৩৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে শিশু নিখোঁজের ভুল সংবাদের ছড়াছড়ি, পুরানো ঘটনার কারণেও বিভ্রান্তি

ইমন হোসেন: [২]  বেশ কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে শিশু নিখোঁজের স্ট্যাটাস আসে প্রায় প্রতিদিনই। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। এতে জনমনে ছড়াচ্ছে আতঙ্ক। (ইত্তেফাক ০৭-০৭-২০২৪)

[৩] খোঁজ নিয়ে জানা যায়, একের পর এক শিশু নিখোঁজের এমন ঘটনা অনেকাংশেই ভিত্তিহীন ও অসত্য। যারা হারিয়ে গেছে বলে পোস্ট দেয়া হয়েছিল, পরে তাদের অনেককেই খুঁজে পাওয়া গেছে। সেটি পরে আর জানানো হচ্ছে না। নিখোঁজের সত্যতা যাচাই না করেই পোস্ট শেয়ার দিচ্ছেন নেটিজেনরা। (জাগোনিউজ ০৬-০৭-২০২৪) 

[৪] পুলিশের এক পরিসংখ্যান বলছে, গত জানুয়ারি মাসে রাজধানীর ৫০ থানায় ২১০টি, ফেব্রুয়ারি মাসে ২১৭টি, মার্চ মাসে ২১৩ টি, এপ্রিলে ২২১টি, মে মাসে ১৯৯টি এবং জুনে ২৬০টি নিখোঁজ জিডি হয়। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ৭৬টি নিখোঁজের জিডি হয়েছে। এসব ডায়েরিতে বয়স্ক, প্রতিবন্ধী, মানসিকভাবে অসুস্থ, গৃহপরিচারিকা ও নারী-শিশু রয়েছে। তবে একযোগে এত শিশু নিখোঁজের কোনো তথ্য নেই। (কালবেলা ০৮-০৭-২০২৪)

[৫] ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম সেল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। (আরটিভি)

[৬] এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, সমাজকে অস্থিতিশীল রাখতেই এমন নিখোঁজের বিজ্ঞপ্তি দেয়া হয়। তবে শিশুরা যে নিখোঁজ হচ্ছে না তা-ও বলা যাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। আর সামাজিক মাধ্যমে নিখোঁজের বিজ্ঞপ্তি দেয়ার পরে সংশ্লিষ্ট জনকে খুঁজে পাওয়া গেলে সে বিষয়ক মেসেজও দেয়া উচিত। (দেশ রূপান্তর ১০-০৭-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়