মহসিন আলম মুহিন
মরতেই যখন হবে যখন কেউ রবো না এই ভবে-
তখন প্রভু সেই মরণ দিও, যা তোমার প্রিয় হবে।।
নেক হায়াৎ, ভালো কাজ, ভালো আমল করতে সদা দিও,
মন্দ কাজ, পাপের বোঝা, আমার থেকে নাহি নিও।।
পরোপকার, মানব সেবা, সমাজ সংসার ও দেশের,
ভালো যতো আছে তাওফিক দিও, প্রিয় রহি যেন দশের।।
তোমার হুকুম, আহকাম, যতো কোরাআন-হাদিস মতে,
সবই পালন করতে দিও হে প্রভু-বাঁচি যতক্ষণ দুনিয়াতে।।
এসেছিলাম ভবে চলে যেতে হবে ডাকবে যে দিন তুমি,
ঈমানের সাথে হাসি মুখে নিও-কাঁদবে মাটির মানুষ, কাঁদবে ভূমি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯