শিরোনাম
◈ গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ্যে, যা জানাগেল ◈ বিসিবি ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়াচ্ছে ◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. শমশের আলীর সাথে ইরানের উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য  ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম শমশের আলীর সাথে ইরানের উচ্চপদস্থ এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন।বুধবার সকালে ড. এম শমশের আলীর বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে অধ্যাপক ড. এম শমশের আলী বলেন, ইরান ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি দেশ। জ্ঞান-বিজ্ঞানে দেশটির অগ্রগতি আজ চোখে পড়ার মতো। আর দেশটির ভাষা ফারসি অত্যন্ত মিষ্টি একটি ভাষা। আমরা কথাবার্তায় প্রতিনিয়ত যেসব শব্দ ব্যবহার করি তার মধ্যে অনেক শব্দই ফারসি।আমরা যদি এসব শব্দ বাদ দিয়ে কথা বলতে চাই তাহলে হয়তো আমাদের কথা বলাই বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ইরান অনেক বড় বড় মনীষীর দেশ।এই দেশটির যেসব বড় বড় বক্তিত্ব রয়েছেন তাদের খ্যাতি কেবল দেশটির মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তাদের খ্যাতি বিশ্বময়।বিশেষ করে ইরানি কবি শেখ সাদি, কবি হাফিজ ও ওমর খইয়াম বিশ্বসাহিত্যের এক একজন উজ্জ্বল নক্ষত্র।তাদের কর্ম পরিধি কেবল সাহিত্য ও সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তাদের বিচরণ ছিল।তাদের সাহিত্যকর্মের মধ্যে লুকিয়ে আছে কুরআনিক সাইন্স,  বিশ্ব পরিকল্পনা ও অর্থনীতিসহ আরো অনেক দিক। আমি মনে করি তাদের রেখে যাওয়া জ্ঞানই বর্তমান বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব পরিকল্পনা ও অর্থনীতিতে ভূমিকা রাখছে। এসব মহান ব্যক্তির বিজ্ঞান ও সাহিত্যকর্মকে বিশ্বময় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাইলে তাদের নিয়ে আরো ব্যাপক গবেষণা করতে হবে এবং তাদের গ্রন্থসমূহকে মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে। সেই সাথে মূলভাষা ও তার উচ্চারণ ইংরেজিতে পাশাপাশি থাকা  প্রয়োজন।নিজ ভাষা ও ফারসি ভাষায় যারা পারদর্শী তাদের মাধ্যমে এসব বইয়ের অনুবাদ করতে হবে যাতে এসব বই থেকে পাঠকরা যথাযথ জ্ঞান অন্বেষণ করতে পারেন। এই সাক্ষাতে ড. এম শমশের আলী কুরআনিক সাইন্সে তার গবেষণাকর্মের কথাও তুলে ধরেন।

এসময় ইরানের প্রতিনিধি দলের প্রধান ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব আহলুল বায়েত এর মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ। ভ্রাতৃপ্রতিম দেশটির সাথে ইরানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে।আমরা চাই এই সম্পর্ককে আরো জোরদার করতে।একই সাথে ফারসি সাহিত্য যাতে বিশ্বময় আরো ছড়িয়ে পড়ে এবং মূল ভাষা থেকে ফারসি গ্রন্থের অনুবাদ পাঠকদের হাতে পৌঁছে সে ব্যাপারে ইরান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কুরআনিক সাইন্সে ড. শমশের আলীর গবেষণার প্রশংসা করে তিনি বলেন, সাধারণত বিজ্ঞানীরা ইসলাম ও কুরআন নিয়ে খুব একটা ভাবেন না। অথচ ড. শমশের আলী একজন পদার্থ বিজ্ঞানী হয়েও কুরআন নিয়ে ব্যাপক গবেষণা করেছেন।তিনি ড. শমশের আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এই সাক্ষাৎ অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী ও ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়