শিরোনাম
◈ সিলেটকে হারিয়ে বিপিএলের প্লে-অফে খেলার পথে দুর্বার রাজশাহী ◈ গ্যাসের দাম বাড়ালে পোশাক খাতে খরচ বাড়বে ১৮ হাজার কোটি টাকা ◈ পাকিস্তানের মাটিতে ৩৪ বছর পর টেস্ট জয় করলো ওয়েস্ট ইন্ডিজ ◈ কারাগারে সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল ◈ রংপুরের হয়ে খেলতে আসছেন টিম ডেভিড, সুনিল নারাইন ও ডেভিড ওয়ার্নার  ◈ বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক ◈ এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের ◈ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীলতা বন্ধ করা উচিত: নিক্কেই এশিয়ায় মতামত প্রতিবেদন ◈ সংস্কার  দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল পরিবর্তন করতে হবে,তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান ◈ টেবিলের নিচ দিয়ে টাকা দেওয়া থেকে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুথব্রাশ কতদিন পরপর পরিবর্তন করা দরকার

টুথব্রাশের সঠিক ব্যবহার দাঁতের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না বা ভুলে যান কখন টুথব্রাশ পরিবর্তন করতে হবে। দীর্ঘদিন একটাই টুথব্রাশ ব্যবহার করলে দাঁত ঠিকভাবে পরিষ্কার হয় না, এবং এতে মাড়ি বা দাঁতের ক্ষতির ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, টুথব্রাশ মুখগহ্বর পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দাঁতের ওপর জমে থাকা খাবারের আস্তরণ (প্লাক) এবং ক্যারিজেনিক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। সঠিকভাবে টুথব্রাশ ব্যবহারে দাঁতের ক্ষয়, মাড়ির প্রদাহ (জিঞ্জিভাইটিস) এবং মুখের দুর্গন্ধ প্রতিরোধ করা যায়।

এফডিআই ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশন এবং আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দেয়। শক্ত ব্রিসেল মাড়ির ক্ষতি ও দাঁতের এনামেল ক্ষয়ের কারণ হতে পারে। টুথব্রাশের মাথা এমনভাবে ডিজাইন হওয়া উচিত যাতে এটি দাঁতের শেষ কোণায়ও পৌঁছাতে পারে, এবং হ্যান্ডেল আরামদায়ক হওয়া উচিত যাতে পুরো মুখে ব্রাশ করতে সহজ হয়। শিশুদের দাঁতের জন্য নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহার করা উচিত।

বিশেষজ্ঞরা বলেন, টুথব্রাশ প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর পরিবর্তন করা উচিত। কারণ, টুথব্রাশের ব্রিসেল যদি বাঁকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে এটি দাঁত সঠিকভাবে পরিষ্কার করতে পারে না। এর ফলে দাঁতের কোণায় খাবারের কণা ও জীবাণু জমে থাকতে পারে। অতিরিক্ত ব্যবহারে টুথব্রাশের কার্যকারিতা কমে যায় এবং এটি দাঁতের ক্ষতির কারণ হতে পারে।

টুথব্রাশের ব্রিসেল বাঁকা হলে মাড়ির ক্ষতির ঝুঁকি বেড়ে যায় এবং দাঁত পরিষ্কার করতে সমস্যা হয়। দীর্ঘদিন একই টুথব্রাশ ব্যবহারের ফলে এতে ব্যাকটেরিয়া জমতে পারে, যা মুখগহ্বরে সংক্রমণ সৃষ্টি করতে পারে এবং দাঁতের ক্ষয় বা ক্যারিজের ঝুঁকি বাড়িয়ে দেয়।

দাঁতের সঠিক পরিচর্যার জন্য প্রতিদিন দুইবার ব্রাশ করা উচিত। প্রতিবার ব্যবহারের পর টুথব্রাশ ভালো করে ধুয়ে পরিষ্কার রাখা এবং যেখানে বাতাস চলাচল বেশি, সেখানে সোজা করে রাখলে ব্রিসেল শুকিয়ে যাবে। টুথব্রাশ ঢেকে রাখা উচিত নয়, কারণ এতে ব্যাকটেরিয়া জমতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়