শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মিনিটের ব্যায়ামে ঠিক থাকবে রক্তচাপ

ডেস্ক রিপোর্ট : দৈনিক মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করা তেমন কোনো ব্যাপার নয়। বিশেষ করে যদি রক্তচাপ নিয়ন্ত্রণ বা কমানোর বিষয় হয়। সম্প্রতি ইউনিভার্সিটি অফ কলেজ লন্ডনের ‘স্পোর্টস, এক্সারসাইজ অ্যান্ড হেল্থ’য়ের করা গবেষণায় এমন তথ্যই মিলেছে। পর্যবেক্ষণমূলক এই গবেষণার প্রধান ডা. জো ব্লজেট সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, উচ্চমাত্রার শারীরিক কর্মকাণ্ড যেমন- দ্রুত হাঁটা বা সাইকেল চালানোর মতো বিষয় দৈনিক রুটিনে রাখতে পারলে রক্তচাপে উল্লেখযোগ্য প্রভাব পড়ে।

প্রায় ১৫ হাজার মানুষকে ‘অ্যাক্টিভিটি মনিটরস’ পরিয়ে তাদের রক্তচাপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। ‘সার্কুলেশন’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় শারীরিক কর্মকাণ্ডকে ছয়টি ভাগে ভাগ করা হয়। সেগুলো হল- ঘুমানো, অলস স্বভাব, ধীরে হাঁটা, দ্রুত হাঁটা, দাঁড়িয়ে থাকা এবং অধিক মাত্রার বলিষ্ঠ ব্যায়াম।

গবেষকরা এসব তথ্য অলস স্বভাবের সঙ্গে কর্মক্ষম থাকার প্রভাবের সঙ্গে পর্যবেক্ষণ করেন। ব্লজেট বলেন, আমরা দেখতে পাই দিনে মাত্র পাঁচ মিনিট ব্যায়ামের সাথে রক্তচাপ কমার সম্পর্ক রয়েছে। আরও ১০ থেকে ২০ মিনিট বেশি সময় ব্যায়ামের সঙ্গে ‘ক্লিনিকালি’ গুরুত্বপূর্ণভাবে রক্তচাপ পরিবর্তিত হয়। ক্লিনিকালি’ রক্তচাপ পরিবর্তনের মানে হল- এটা হৃদরোগ এবং স্ট্রোক’য়ের ঝুঁকি কমাতে পারে।

এই তথ্য জানিয়ে লস অ্যাঞ্জেলেস’য়ের ‘সিডার্স-সিনাই মেডিকেল সেন্টার’য়ের ‘স্মিড হার্ট ইন্সটিটিউট’য়ের হৃদরোগ বিভাগের গবেষণা-সহ-সভাপতি ও অধ্যাপক ডা. সুসান চেং ইমেইলে সিএনএন’কে বলেন, এই গবেষণা আমাদের বিস্তারিত ভাবে জানায় যে, বেশিরভাগ সময় অলস সময় কাটানো হলেও ছোট পরিবর্তনে কত বড় প্রভাব রাখতে পারে জীবনে।

সুত্র : যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়