শিরোনাম
◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন? ◈ বাংলাদেশ সফরে সিরিজের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা ◈ পটপরিবর্তনের পর সরকার থেকে আমার কাছে দিকনির্দেশনা চাওয়া হয়: বুলবুল ◈ পরিকল্পিতভাবে এজলাসে বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে: আইনজীবী (ভিডিও) ◈ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ব্যবসা বন্ধ হওয়া দরকার: ব্যারিস্টার ফুয়াদ ◈ নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনা অর্থায়নে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ, নেতৃত্ব বিকাশ চাইলে করুন আবেদন

যুক্তরাষ্ট্রে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা দিনকে দিনকে বাড়ছে। প্রতি বছর ১০ লাখের বেশি মানুষ এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন। এদের মধ্যে আছেন শিক্ষার্থী, পণ্ডিত, শিক্ষক, গবেষক এবং অন্য পেশার মানুষ। ইউএসএ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বিনা অর্থায়নে যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ মেলে। সম্পূর্ণ অর্থায়নের ইউএস এক্সচেঞ্জের মোট পাঁচটি প্রোগ্রাম আছে। এর একটি হলো কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি)। সম্পূর্ণ অর্থায়নের এই ইউএস এক্সচেঞ্জ প্রোগ্রামে মেলে নানা সুবিধা।

যুক্তরাষ্ট্রের কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি) ২০২৫–২০২৬-এ আবেদন চলছে। সিএসপি হলো পেশাদার নেতৃত্ব বিকাশের প্রোগ্রাম। প্রতিষ্ঠিত সম্প্রদায়ের যেসব নেতা গণতন্ত্র ও মানবাধিকার, পরিবেশ, শান্তি, সংঘাতের সমাধান এবং নারী ও লিঙ্গসম্পর্কিত সমস্যাগুলো সমাধান ও তাঁদের সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করেন, তাঁরা বছরব্যাপী এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। সিএসপি প্রোগ্রামের মধ্যে রয়েছে চার মাসের হাতেকলমে অনুশীলন, ব্যক্তিগতকৃত/নেতৃত্বের প্রশিক্ষণ এবং স্নাতক স্তরের নেতৃত্ব পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ এবং একটি ছয় মাসের কমিউনিটি প্রজেক্ট নিজ দেশে বাস্তবায়ন করার সুযোগ।

আবেদনের যোগ্যতা—

* এ বছরের ১৩ নভেম্বরে বয়স ২৬ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে;

* নিজ দেশে বাস করছেন এবং কাজ করছেন;

* নিজ সম্প্রদায়ের উন্নয়নে পূর্ণ সময় বা খণ্ডকালীন কর্মচারী বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা আছে;

* বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো একাডেমিক, প্রশিক্ষণ বা গবেষণা প্রোগ্রামে অংশগ্রহণ করছেন না;

* ইংরেজিতে কথা বলা এবং লেখার ক্ষেত্রে দক্ষতা থাকা আবশ্যক;

* সেমিফাইনালিস্টদের টোয়েফল বা আইইএলটিএস পাস করতে হবে;

* ২০২৫ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য হতে হবে;

* আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেননি;

* আপনি প্রোগ্রামটি শেষ করার পর কমপক্ষে দুই বছরের জন্য আপনার দেশে ফিরে যেতে প্রতিশ্রুতিবদ্ধ;

* আপনি বা আপনার পরিবারের কেউ বর্তমান আইআরইএক্স কর্মচারী বা পরামর্শদাতা নন।

 

আর্থিক সহায়তা—

*যুক্তরাষ্ট্রে রাউন্ড-ট্রিপ ভ্রমণ খরচ;

*যুক্তরাষ্ট্রে থাকাকালীন আবাসন, খাবার এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয়গুলোর জন্য মাসিক ভাতা;

*চিকিৎসা ব্যয়।

আবেদন শেষ কবে—

কমিউনিটি সলিউশন প্রোগ্রামে ১৩ নভেম্বর ২০২৪–এর মধ্যে আবেদন করা যাবে। ওই দিন ওয়াশিংটন ডিসির সময় অনুযায়ী রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

*আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদনের পদ্ধতি দেখুন এখানে

  • সর্বশেষ
  • জনপ্রিয়