শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪, ১২:০১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনে নিন ব্রনের কালো দাগ দূর করার সহজ উপায়

ব্রণ ও এর দাগ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েরা নয়, এ তালিকায় ছেলেরাও আছে। ব্রণ সেরে যাওয়ার পর এর যে কালো দাগ তা সৌন্দর্য নষ্ট করে। তাই ব্রণ দূর হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে ব্রণের কালো দাগের।

মূলত অতিরিক্ত তৈলাক্ত ত্বক কিংবা ত্বকে নিম্নমানের প্রসাধনী ব্যবহারের কারণে ব্রণ বা একনিজনিত সমস্যা দেখা দেয়। তাই চলুন জেনে নিই কীভাবে ত্বকের ব্রণ বা একনির কালো দাগের সমস্যা দূর করবেন–

 ত্বকের গ্লো ফিরে আনতে এবং ব্রণের দাগ দূর করতে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। কেননা, অলিভ অয়েল ত্বকের লোমকূপের ছিদ্রকে খুলে দেয়। এটি আপনার ত্বককে শ্বাস নিতে সাহায্য করে। এ কারণে অলিভ অয়েল ব্যবহার করলে ব্রণ বা একনির মতো সমস্যা কমে যায়। সেই সঙ্গে মলিন হয় ত্বকের দাগও।
 
 ত্বককে প্রাণবন্ত ও সুস্থ রাখতে পানি পানের বিকল্প নেই। ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। যদি সম্ভব হয়, ডিটক্স ওয়াটার পান করুন। এ ছাড়া প্রতিদিন ৩ লিটার পানি পানে আপনার ত্বক ভালো থাকবে। পাশাপাশি ব্রণ বা একনির মতো সমস্যা ও ত্বকের কালো দাগের বিরুদ্ধে লড়াই করবে।
 
 অনেকেই ত্বকের যত্নে ব্রণের কালো দাগ দূর করতে আপেল সিডার ভিনেগার, লেবু অথবা টমেটোর রস ব্যবহার করেন। এগুলোও দারুণ কাজ করে ব্রণের কালো দাগ মলিন করতে। আলুর রস ব্যবহার করার পাশাপাশি নিয়মিত ত্বকের যত্নে ফেসিয়াল করুন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, এতে মুক্তি মেলে ব্রণ থেকে কালো দাগ থেকে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়