বাসা বাড়িতে ব্যবহারের জন্যে টিভির আদর্শ সাইজ খুঁজে বের করা বেশ দুষ্কর। এটি সাধারণত বেশিরভাগ মানুষের জন্যেই একটি বিশেষ সমস্যাই বলা চলে। আজকাল নানা রকমের, নানা সাইজের এলইডি টিভি পাওয়া যায় যা থেকে আপনার বাসার জন্যে পার্ফেক্ট সাইজের টিভি খুঁজে বের করা একটু কষ্টসাধ্যই বলতে গেলে। আজকের লেখায় আমরা চেষ্টা করেছি বাসা বাড়িতে ব্যবহারের জন্যে টিভির কিছু আদর্শ সাইজ নিয়ে আলোচনা করার।
নিচে বাসা বাড়িতে ব্যবহারের জন্যে টিভির আদর্শ সাইজের বিস্তারিতসমূহ নিয়ে আলোচনা করা হলো। টিভির সাইজ মূলত নির্ভর করে থাকে আপনি ঠিক কোন ধরনের এবং কি টাইপের ভিউয়িং এঙ্গেল চাচ্ছেন তার উপর। আপনি চাইলে আপনার ঘরের জন্যে সহজেই একটি মাল্টিমিডিয়া এলইডি টিভি ক্রয় করতে পারেন যা সাধারণত ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পযর্ন্ত হয়ে থাকে।
শুধু তাই নয়, এখনকার বেশিরভাগ টিভিগুলোতে এডভান্স টেকনোলজি ব্যবহৃত হয়ে থাকে যাতে করে টিভির অনেক কাছে বসলেও পিক্সেলগুলোকে স্পষ্টভাবে অবলোকন করা যায়। আপনি সাধারণত আপনার বসার ঘরেই টিভি সেট করে থাকবেন। ফলে, দেখা যাবে যে একটি রুমে যদি দর্শক বেশি থাকে তাহলে অন্ততপক্ষে সেখানে ৪৩ ইঞ্চি স্ক্রিনের টিভি সেট করা প্রয়োজন। এলইডি টিভি ব্যবহারের ক্ষেত্রেও যদি আপনি টিভি থেকে ৬ ফুট বা ৭ ফুট দূরত্বে বসে টিভি দেখেন তাহলে টিভিটি যাতে অন্তত ৫০-৬০ ইঞ্চির হয়ে থাকে।
আবার অনেকে মাউন্ট টিভি কিনতেও পছন্দ করে থাকেন। এ ধরনের টিভির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ৬০ ইঞ্চির থেকেও ছোট টিভি কিনতে হবে যাতে এটি দেয়ালে ঠিকঠাকভাবে মাউন্ট করে এবং দেখতেও স্মার্ট লাগে।
টিভি দেখার জন্যে দূরত্ব নির্ধারণ করার পূর্বে আপনাকে অবশ্যই রুমের সাইজ নির্ধারণ করতে হবে। আপনার বাসাটি যদি একেবারেই ছোট হয়ে থাকে তবে এর জন্যে আপনার বড় সাইজের টিভি ব্যবহার করতে হবে। অন্যদিকে, আপনার বাসাটি যদি বড় হয়ে থাকে তাহলে আপনাকে একটু বড় সাইজের টিভি কিনতে হবে। নিচে বাসার বাড়িতে আদর্শ সাইজের টিভি নির্বাচনের একটি তালিকা দেওয়া হলো:
স্ক্রিন সাইজ (ইঞ্চিতে) | মিনিমাম ভিউয়িং ডিসটেন্স (ফিট) | ম্যাক্সিমাম ভিউয়িং ডিসটেন্স (ফিট) |
২২ |
২ |
৪.৫ |
২৮ |
৩ |
৬ |
৩২ |
৩ |
৭ |
৪৩ |
৪ |
৯ |
৫০ |
৫ |
১০.৫ |
৫৫ |
৫.৫ |
১১.৫ |
৬০ |
৬ |
১২.৫ |
৬৫ |
৬.৫ |
১৩.৫ |
৮৫ |
৮.৫ |
১৮ |
১০০ |
১০ |
২১ |
টিভির সাইজ নির্ধারণের সাথে আরও একটি বিশেষ জিনিস অতীব গুরুত্ব সেটি হচ্ছে টিভির পিক্সেল এবং রেজ্যুলেশন নির্ধারণ করা। একটি আদর্শ টিভির সাইজ নির্ধারণ এর জন্যে আপনাকে অবশ্যই এটির সাইজ ও রেজ্যুলেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। টিভির রেজ্যুলেশন যত বেশি হবে, টিভির মানও ততবেশি উন্নত হবে। নিচে টিভির রেজ্যুলেশনের সাথে পিক্সেলের মান নিয়ে আলোচনা করা হলো:
রেজ্যুলেশন | পিক্সেল |
৭২০ পিক্সেল |
১২৮০×৭২০ |
১০৮০ পিক্সেল |
১৯২০×১০৮০ |
৪ কে |
৩৮৪০×২১৬০ |
৮ কে |
৭৬৮০×৪৩২০ |
বর্তমান যুগে সব ব্র্যান্ডের টিভির মধ্যেই উন্নত প্রযুক্তির সাথে এইচডি, ফুল এইচডি রেজ্যুলেশন সংযুক্ত থাকে। এছাড়াও বাসা বাড়ির জন্যে ব্যবহৃত হওয়া টিভির সঠিক সাইজ নির্ধারণ করতে হলে আপনাকে হতে হবে কৌশলী। এছাড়াও দেশে বিভিন্ন ধরনের চায়না টিভি পাওয়া যায় এগুলোর সঠিক সাইজ নির্ধারণের জন্যে আপনি চাইলে দোকানদারের থেকে ম্যানুয়ালি আলাপ করতে পারেন। অনেক ক্ষেত্রে, টিভির গায়েও ম্যানুয়ালি লিখা থাকে কোন ধরনের সাইজ কোথায় ব্যবহারের জন্যে উপযুক্ত। তবে আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে এটুকু অন্তত বুঝবেন যে যেই সাইজটা বসার ঘরের জন্যে উপযুক্ত ওই একই সাইজ আবার অফিসে বা শপিংমল, হাসপাতালে ব্যবহারের জন্যে উপযুক্ত নয়।
আপনার মতামত লিখুন :