শিরোনাম
◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে ◈ গোপন সংবাদের ভিত্তিতে সা‌বেক এমপি শাহ সারোয়ার কবীর‌ আটক ◈ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা (ভিডিও) ◈ লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির ◈ টেকনাফের ৩ হাজার জেলের আরাকান আর্মি আতঙ্কে মাছ ধরা বন্ধ  ◈ চলতি মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১২ হাজার কোটি টাকা ◈ গ্যাস ও সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ, অযৌক্তিক বলছেন রাজীতিবিদরা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগরিবের আজানের সময় যে দোয়া পড়তে হয়

দোয়া মুমিনের হাতিয়ার। অসম্ভবকে সম্ভব করার মাধ্যম। মহান রবের সঙ্গে নিবিড় সম্পর্কের সেতুবন্ধন। 

মানবজীবনে দোয়ার গুরুত্ব অনেক। তাই দোয়া না করলে বা  উদাসিন থাকলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন। এক হাদীসে নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার ওপর রাগ হন। (সুনানে তিরমিজি: ৩৩৭৩)।

আমাদের জীবনের বিভিন্ন সময়ে অনেক দোয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে। যেগুলো পাঠ করলে অশেষ সওয়াব পাওয়া যায়।  

হজরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুই (সময়ের) দোয়া ফিরিয়ে দেয়া হয় না; অথবা কমই ফিরিয়ে দেয়া হয়। (এক) আজানের সময়ের দোয়া এবং (দুই) প্রচণ্ড যুদ্ধ চলাকালীন সময়ের দোয়া; যখন একে অপরকে নিধন করতে থাকে।’ (আবু দাউদ, দারেমি, মিশকাত)

হজরত উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এ কথাগুলো মাগরিবের আজানের সময় শিখিয়েছেন-

اَللّٰهُمَّ هَذَا اِقْبَالُ لَيْلِكَ وَاِدْبَارُ نَهَارِكَ وَاَصْوَاتُ دُعَاتِكَ فَاغْفِرْ لِيْ

উচ্চারণ: আল্লাাহুম্মা হাযা ইক্ববা লু লাইলিকা ওয়া ইদবা রু নাহাা রিকা ওয়াস ওয়া তু দু‘আ তিকা ফা ফিরলী।

অর্থ: ‘হে আল্লাহ! এটা তোমার রাতের আগমন; দিনের প্রস্থান এবং তোমার আহ্বানকারীদের (মুয়াজ্জিনের) ডাকার সময়। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও।’ (আবু দাউদ, বাইহাকি, মিশকাত)

হাদিসে উল্লেখিত দোয়াটি মাগরিবের সময়ের জন্য নির্ধারিত। বিশেষ করে এ দোয়াটি মাগরিবের আজানের আগে অথবা পরে পড়া যাবে। আবার আজানের জবাব দেওয়ার সময় কিংবা আজানের পর দোয়া মুনাজাতের সময়ও পড়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়