শিরোনাম
◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি ◈ কনফারেন্স লিগে জিত‌লো লে‌গিয়া ওয়ারস, সেমিফাইনালে গে‌লো চেলসি ◈ দুর্ঘটনার পর ছাদ উড়ে গেল ‘বরিশাল এক্সপ্রেস’ বাসের, থামেননি চালক, আহত কয়েকজন ◈ চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন ◈ ব্রিজ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ◈ ইউক্রেন যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগ: প্যারিস বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন শান্তিচেষ্টায় যুক্ত হলো ইউরোপ ◈ মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ ◈ বিশ্ব ‘লিজিয়ন’ গড়ার স্বপ্নে ইলন মাস্ক: সন্তানের মা হতে নারীদের প্রস্তাব, গোপন চুক্তি ও বিতর্কের ঝড় ◈ ‘মৃত্যুর দিন গুনতে থাক, মৃত্যু খুব কাছে তোর’, চেয়ারম্যানকে পোস্টার সাঁটিয়ে মৃত্যুর হুমকি ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে লিওঁ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে ম‌্যন‌চেস্টার ইউনাই‌টেড 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুতা খুলে নাকি জুতার ওপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়বেন?

ইসলাম জীবন ও মৃত্যুর প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা আর পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলিম ইন্তেকালের পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে জানাজার নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মৃত্যু অবশ্যম্ভাবী। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,

 প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান ১৮৫)
 অনেকে জানতে চান, জানাজার নামাজ জুতা খোলে নাকি জুতার ওপরে দাঁড়িয়ে পড়বে?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। যিনি জানাজার নামাজ পড়ছেন তার জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।
 
 স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
 
উল্লেখ্য, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশঙ্কাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো। (আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২)

  • সর্বশেষ
  • জনপ্রিয়