শিরোনাম

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মহসিন কবির

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে ঈদ (ভিডিও)

মহসিন কবির: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সকালে রাজধানীসহ দেশের কয়েক জেলার বিভিন্ন এলাকায় অনুস্ঠিত হয় ঈদের জামাত।

এছাড়া চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার, মাদারীপুরে, ভোলা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, পিরোজপুর, পটুয়াখালী ও বরিশালের বেশ কয়েক জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।

এ দিন সকাল সাড়ে ৭টায় রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারে মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এরপর তারা পরস্পরে মুসাফাহ, মুয়ানাকা ও কোলাকুলি করে নিজেদের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এখানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

চাঁদপুরের প্রায় ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। হাজীগঞ্জের সাদ্রা দরবার ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা সৌদিআরবের সাথে রোজা ও ঈদ উদযাপন করছেন। সকালে সাদ্রা ঈদগাঁ মাঠে ঈদের জামায়াতের ইমামতি করেন, সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাও. মুফতি জাকারিয়া আল মাদানী। এছাড়াও অন্যান্য মসজিদে ঈদের জামায়াতের মেঝো হুজুর মাও. আবু বকর মো. ইসমাইল, সেজো হুজুর মাও. আবুল খায়ের, মাও. আরিফুর রহমান সাদ্রাভী সহ সকল সাহেবজাদাগণ।

মাদারীপুরে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ। সকাল ৯টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পড়ান চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান। ঈদের জামাত শেষে একে অপরে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন।

ভোলার ১৩টি গ্রামে উৎসব মুখর পরিবেশে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শরীয়তপুর জেলার সুরেশ্বর অনসারী প্রায় ২০০০ মুসল্লি ১৩টি স্পটে সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির দরজায় প্রথম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রতন মিয়া। এ সময় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেয় । এ ছাড়া মুলাইপত্তন, চৌকিদার বাড়ির দরজায়, লালমোহন উপজেলারসহ ১৩টি গ্রামে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশে এবং বিশ্ব মুসলিমের শান্তি কামনায় মোনাজাত করেন মুসল্লিগণ।

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করেন।

সকাল ৯টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সাইতাঁড়া ইউনিয়নের রাবারড্যাম চিরিনদী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের কয়েকটি পরিবারের মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় অধ্যশাতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।

সাতক্ষীরার ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। সকালে জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।

লক্ষ্মীপুরের ১০টি গ্রামেও পালিত হচ্ছে ঈদ। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। এদিন সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের নাজিরপুরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুরের ৭নং শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজার সংলগ্ন অর্ধ শতাধিক পরিবারের মুসল্লি এতে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। সকাল ৭টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরের খেজুরতলা বাজাড় সংলগ্ন আল আমিন জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪০ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে বলে জানান নামাজ পড়তে আসা মুসল্লিরা।

পটুয়াখালীর ২২ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করেছেন আগাম ঈদ। সকাল পৌনে নয়টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সদর উপজেলার ৪ গ্রামে, কলাপাড়ার ৮ গ্রামে, রাঙ্গাবালির ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়