লাইলাতুল কদরে মক্কায় গ্র্যান্ড মসজিদে নয়ন জুড়ানো এক দৃশ্য। পবিত্র তারাবীহ ও তাহাজ্জুদ নামাজ আদায় করতে বুধবার রাতে গ্র্যান্ড মসজিদে বিশ্ব মুসলিমের মিলনমেলা বসেছিল। সন্ধ্যা নামার আগে থেকেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অন্যসব বারের রেকর্ড ভঙ্গ করে এবার লাইলাতুল কদরে নতুন রেকর্ড করেছেন মুসলিমরা। বুধবার কমপক্ষে ৪২ লাখ মুসলিম গ্র্যান্ড মসজিদে সমবেত হয়েছিলেন।
আল একবারিয়া’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ইসলামে সবচেয়ে মহিমান্বিত রাত্রির মধ্যে অন্যতম লাইলাতুল কদর। এ রাতে মহান আল্লাহর তরফ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয় পবিত্র কোরআন। অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে মানুষের সামনে আলোকবর্তিকা হয়ে আসে এই মহাপবিত্র কোরআন। আরব নিউজ লিখেছে, পবিত্র রমজান মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। তবে এর সঠিক দিনটি জানা নেই। বেশির ভাগ মুসলিম মনে করেন ২৭তম রোজায় অর্থাৎ ২৬ রোজার দিবাগত রাতই হলো লাইলাতুল কদর।
তবে শেষ ১০ দিনের মধ্যে বেজোড় রাতগুলোকেও লাইলাতুল কদর মনে করে মুসলিমরা আল্লাহর ইবাদত বন্দেগিতে ব্যস্ত থাকেন। এ উপলক্ষে বুধবার রাতের প্রস্তুতির মধ্যে গ্র্যান্ড মসজিদে মাতাফ এলাকাকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে প্রতি ঘণ্টায় এক লাখ ৭ হাজার মুসলিম তা তাওয়াফ করতে পারেন। এ উপলক্ষে ৪২৮টি এক্সেলেটর, ২৮টি এলিভেটর, ১৩০০ স্পিকার সহ আধুনিক অডিও সিস্টেম ব্যবহার করে কর্তৃপক্ষ। গ্রান্ড মসজিদকে ঠাণ্ডা রাখতে ৯০ হাজার টনের শীতাতপ ব্যবস্থা সক্রিয় রাখা হয়।