শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ০১:১৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা

মনজুর এ আজিজ: এবারের হজ ব্যবস্থাপনা সুন্দর ও নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার। পাশাপাশি হজ এজেন্সিগুলোর সব ধরনের সমস্যা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হজ এজেন্সিগুলোর সহায়তা কামনা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো সঙ্কট যাতে সৃস্টি না হয়, সেজন্য মন্ত্রণালয় ও এজন্সীগুলো একসাথে এক পরিবারভুক্ত হয়ে কাজ করতে হবে। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে হাব আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুল্লাহ মো. তাহের, ধর্ম  সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, হাবের সাবেক সভাপতি মো. ইব্রাহিম বাহার, সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, টোয়াব সভাপতি রাফিউজ্জামন প্রমুখ। 

ধর্ম উপদেষ্টা বলেন, সউদী সরকার ১৫ বছরের নীচের শিশুদের নিরাপত্তার স্বার্থে হজে গমন নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করার সুযোগ দেয়া হবে। যাতে পরিবারের কেউ ক্ষতিগ্রস্থ না হন। 

হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, সউদী সরকার ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ায় হাজার হাজার এজেন্সী মালিক বিমানের টিকিট কিনেও হজযাত্রীদের জন্য বাড়ী ভাড়া করতে সৌদি আরবে যেতে পারছেন না। এতে হজ এজেন্সিগুলো বিপদে পড়েছে। তাই বাড়ী ভাড়ার সময় বৃদ্ধির পাশাপাশি হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের দ্রুত ভিসার ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারের আশানুয়ায়ী এবারের হজ ব্যবস্থাপনা সুন্দর হবে। 
এ বিষয়ে শিগগিরই বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা হবে বলে জানান,  ধর্ম  সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। 

সভাপতির বক্তব্যে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজযাত্রীপ্রতি ১৬০ রিয়্যাল করে এজন্সীগুলোর যে পাওনা আছে তা পরিশোধ করে দেওয়ার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়