ইফতারের সময় দোয়া কবুল হয়। ওই সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। হাদিস শরিফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ الصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَالإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ "
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক. রোজাদার যখন ইফতার করে।
দুই. ন্যায়পরায়ণ শাসক। তিন. মজলুমের দোয়া। তাদের দোয়া মেঘের ওপর তুলে নেন এবং আসমাানের দরজা খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও কিছুটা বিলম্ব হয়।
’ (তিরমিজি, হাদিস : ২৫২৫)