শিরোনাম
◈ এই প্রথমবার দেশে জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ ◈ এলপি গ্যাসের দাম কমলো, আজ সন্ধ্যা থেকে কার্যকর ◈ কোটা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ◈ এলপি গ্যাসসহ যেসব পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর ◈ শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেলেন সেনা প্রধান ◈ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জে নারী-শিশুসহ দগ্ধ ৮   ◈ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল ◈ রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৪ (ভিডিও) ◈ সরকারি প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত ◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৫, ০৩:২০ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেহরির পর নিয়ত না করলে রোজা হবে?

রমজান ইবাদতের বসন্তকাল। মুমিন হৃদয় আনন্দে মেতে ওঠে। মত্ত থাকেন আমলে। আর সেহরি রোজার অন্যতম অনুষঙ্গ। সেহরিতে রয়েছে বরকত।

অনেকে জানতে চান, সেহরির পর নিয়ত না করলে রোজা হবে কি?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রোজা রাখার জন্য রোজার নিয়ত জরুরি। তবে রমজান মাসে শেষ রাতে রোজা রাখার জন্য ঘুম থেকে ওঠা ও সেহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। আলাদাভাবে আর কোনো নিয়তের প্রয়োজন নেই।
 
তবে কেউ আলাদাভাবে নিয়ত করতে চাইলে করতে পারবেন। কিন্তু নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। আরবিতেও নিয়ত করা আবশ্যক নয়। (আল-বাহরুর রায়েক: ২/৪৫২; আল-জাওহারুতুন নাইয়্যিরাহ : ১/১৭৬)
 
বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ— যেটা মানুষ মুখে পড়ে থাকেন। তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি। তবে কেউ চাইলে পড়তে পারেন। (তবে জেনে রাখা উচিত যে, নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ।)
 
রোজার নিয়তের বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন আছুমা গাদান, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
 
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী)

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়