শিরোনাম
◈ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আমি সতর্ক করে দিচ্ছি, কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন: সেনাবাহিনী প্রধান (ভিডিও) ◈ চিরতরে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব ◈ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা ◈ ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের তৃতীয় দিনের মতো বিক্ষোভ (ভিডিও) ◈ ভোটারকে ঘুষি মারার দায়ে ব্রিটিশ এমপির কারাদণ্ড (ভিডিও) ◈ ২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে আ.লীগ কর্মীদের তোপের মুখে ওয়াশিংটন দূতাবাস কর্মকর্তা ◈ ডিসেম্বরে নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক  ◈ ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও)

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের বিষয়ে না ভেবেই কুরআন পড়া সম্পর্কে মহানবীর (সা) সতর্কবাণী

পার্সটুডে- মহানবী (সা) ও তাঁর পবিত্র আহলে বাইত সমাজকে কুরআনের আলোয় আলোকিত করতে সব সময়ই উদগ্রীব ছিলেন। ইসলাম বিশেষজ্ঞরা মনে করেন পবিত্র কুরআনকে মুখস্থ করা, এর সংকলন ও সংরক্ষণের বিষয়ে মহানবীর ব্যাপক গুরুত্ব দেয়ার কারণ ছিল এটাই।

মহানবী মুহাম্মাদ (সা) বলেছেন, তাদের জন্য আক্ষেপ যারা পবিত্র কুরআনের আয়াতের শব্দগুলোকে কেবল মুখে স্থান দেয় কিন্তু এসবের অর্থ নিয়ে চিন্তা-ভাবনা করে না।

ইরানের দারুল কুরআন আলকারিম নামক প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট আলিম হুজ্জাতুল ইসলাম আলী তাকিজাদেহ পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করে বলেছেন, মহান আল্লাহ সুরা আলে ইমরানের ১৮৭ নম্বর আয়াতে বলেছেন, আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে, তা মানুষের কাছে বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা-বেচা করল সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা-কেনা। 

- এ প্রসঙ্গে জনাব তাকিজাদেহ বলেছেন, একদল আল্লাহর কথাকে পৌঁছে দেয় না এবং মানুষকে এমন দিকে নিয়ে যেতে চায় যাতে তারা খুব সহজেই নিজেদের অবৈধ স্বার্থগুলো হাসিল করতে পারে। কিন্তু এই জোরালো প্রতিজ্ঞা তখনই পূরণ হবে যখন তারা কুরআনের আয়াতের অর্থ মানুষের কাছে পৌঁছে দিবে। কুরআন তিলাওয়াত ও এ সংক্রান্ত শৈল্পিক দিকগুলো কুরআনের প্রতি আকর্ষণের প্রাথমিক কাজ করে। কুরআনের প্রতি ভালবাসা বা আকর্ষণ এর আয়াত বা বাণীগুলো নিয়ে চিন্তা-ভাবনার পরিবেশ তৈরি করে এবং সমাজের কুরআনী হওয়ার বিষয়টি নির্ভর করে এর অর্থ নিয়ে চিন্তাভাবনার ওপর। 

তাকিজাদেহ আরও মনে করেন, ইরানে ইসলামী বিপ্লবের সুবাদে আলেমরা যখন কথা বলেন তখন জনগণ বলেন যে তাঁরা আল্লাহর ধর্মের কথা বলছেন। তাই চিন্তাভাবনার প্রক্রিয়ায় আল্লাহর বাণী সমাজে প্রবেশ করবে বলে তিনি আশাবাদী। 

কুরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করা অর্থ আয়াত ও অর্থের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবা ও করণীয় কর্তব্য বুঝে নেয়া। পবিত্র কুরআনে মহান আল্লাহ এর ওপর খুব জোর দিয়েছেন। এ ছাড়াও মহানবী (সা) ও তাঁর পবিত্র আহলে বাইতও কুরআন নিয়ে তাদাব্বুর করার ও এর অর্থ নিয়ে ভাবার ওপর ব্যাপক জোর দিয়েছেন।  

পবিত্র কুরআনের আয়াতগুলো নাজিলের লক্ষ্যই হল এসবের বাস্তবায়ন, আর এর প্রথম ধাপই হল এর বাণীগুলোর অর্থ নিয়ে গভীরভাবে ভাবা এবং এসব বাণীর লক্ষ্যগুলো পূরণের দিকে দৃষ্টি দেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়