বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইলিয়াস বিন সা'দ (নিজামুদ্দিন)-এর আম বয়ানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার দিবাগত রাত শবে বরাত হওয়ায় এবারের বিশ্ব ইজতেমা একটা ভিন্ন মর্যাদা পায়।
এদিন ময়দানে আগত মুসল্লীরা ইজতেমার কর্মসূচি পালন ছাড়াও শবে বরাতের সওয়াব লাভের উদ্দেশ্যে রাতভর ইবাদতে মশগুল ছিলেন। পরে শনিবার ভোরে আমবান শুনছেন মুসল্লিরা।
ইজতেমা ময়দানে লাখ লাখ মুতুলের সাথে শবে বরাতের ইবাদত করার সুযোগ নিতে অনেকেই যারা জুম্মার নামাজের অংশ নিতে ময়দানে এসেছিলেন কেউ কেউ ইজতেমা ময়দানে অবস্থানরত স্বজনদের সাথে রাত যাপন করেছেন এবং ইবাদত করে কাটিয়েছেন।
বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া ময়মনসিংহের আবু সালেহ বলে তার নিকটাত্মীয় চিল্লাবদ্ধ হয়ে ইজতেমা ময়দানে এসেছেন। আমি বৃহৎ জুম্মার নামাজে অংশ নিতে বৃহস্পতিবারই ইজতেমা ময়দানে তার কাছে চলে এসেছিলাম। কিন্তু থাকায় আমি আর মার ত্যাগ করিনি সওয়াবের আশায় ময়দানে এবাদত করার আশায় শুক্রবার রাত তুরাগ তীরে কাটিয়েছি।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কর্মসূচি: বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন (সা'দ) অনুসারী তাবলীগ জামাতের সমন্বয়কারী মোঃ সায়েম জানান,
বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব (দিল্লি নিজামউদ্দিন) তার বয়ান তরজমা করেন বাংলাদেশী মাওলানা ওসামা ইসলাম সাহেব।
সকাল ৯ টা ৩০ মিনিটে তালিমের মওজু (ফজিলত ও আদব) ভারতের মুফতি ইয়াকুব সাহেব (নিজামুদ্দিন) সকাল ১০টা থেকে খিত্তায় খিত্তায় তালিম, জোহরের নামাজের পরে বয়ান করবেন—আরব মেহমান, তার বয়ান বাংলা তরজমা করবেন মাওলানা মোস্তফা খলিল,আসরের পরে বয়ান ভারতের হাফেজ মঞ্জুর সাহেব, (নিজামুদ্দিন) তার তরজমা করবেন বাংলাদেশী মাওলানা রুহুল আমিন সাহেব, আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে।
বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব, বাংলা তরজমা করবেন বাংলাদেশী মাওলানা মুনির বিন ইউসুফ সাহেব
যৌতুক বিহীন বিয়ে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বয়ান মঞ্চ থেকে পরিচালিত হবে যৌতুকবিহীন বিয়ে আসর।
শনিবার বাদ আসর যৌতুক বিহীন বিয়ে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ আসর টঙ্গীর ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। রেওয়াজ অনুযায়ি বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকা ভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত। একটি রেজিষ্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয় বলে জানিয়েছেন সা’দ অনুসারি তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম। এ বিয়ের নিয়ম অনুযায়ি কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর—কনের উদ্দেশ্যে বয়ান দেয়া হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ—সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় বর—কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশেপাশে উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে খেজুর বিতরণ করেন। বিয়েতে মোহরানা ধার্য্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।
বিশ্ব ইজতেমা : আরো দুই মুসুল্লির মৃত্যু
টঙ্গী ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে শ্বাসকষ্ট 1জনিত রোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন বগুড়ার শেরপুর থানার খামারকান্দি গ্রামের মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) এবং শরীয়তপুরের নড়িয়া এলাকার মোহাম্মদ এলেম শেখের ছেলে মোঃ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ২৭ নম্বর খিত্তার মুসল্লি ছিলেন।
তাবলীগ জামাতের নিজামউদ্দিন অনুসারী (সা’দ পন্থী) বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোঃ সায়েম জানান,শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাজমুল এবং রাত সাড়ে ১০টার দিকে আব্দুল আজিজ শেখ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হন। পরে তাদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া দিদার তরফদার (৫৫), নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা সদরের লবনচরা থানার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তালুকদারের ছেলে। তিনি ময়দানের ৪১ নং খিত্তার (খুলনা জেলা) মুসুল্লী ছিলেন।
ইতিপূর্বে টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দুই ধাপে মোট ৭জন মুসুল্লীর মৃত্যু হয়েছিল। প্রথম পর্বের ইজতেমা ৩১জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আর দ্বিতীয় পর্ব ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।
বিশ্ব ইজতেমা: ৪৯ দেশের ১৪৪৯ বিদেশি মেহমান
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার ৪৯ টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লী যোগ দিয়েছেন। নিজামুদ্দিন অনুসারী (সাদপন্থী ) তাবলীগ জামাত বাংলাদেশ'র মিডিয়া সমন্বয়ক মোঃ সায়েম জানান, শুক্রবার দিবাগত রাত ১০টা পর্যন্ত বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিন অনুসারী কর্তৃক আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশী মেহমান যোগ দিয়েছেন। তারা টঙ্গীর বিশ্ব ময়দানে বিদেশি বিদেশি মুসল্লিদের নির্দিষ্ট কামরায় অবস্থান নিয়েছেন। আরও বিদেশী মুসুল্লী পথে রয়েছেন । আখেরি মোনাজাতের আগে তারা ইজতেমা ময়দানে পৌঁছাবেন।
উল্লেখ্য, ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সা’দ অনুসারিদের এ বিশ^ ইজতেমা ১৬ ফেব্রুয়ারি দুপুরের আগে যেকোন সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ইতোপূর্বে জুবায়ের পন্থীদের বিশ^ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জুবায়ের অনুসারিদের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় দিন রোববার বয়ান ও আখেরি মোনাজাত: বিশ্ব ইজতেমার তৃতীয় দিন বাদ ফজর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। এরপর হেদায়েতের বয়ান ও দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)।
আয়োজকরা জানিয়েছেন, ইজতেমায় আসা দেশবিদেশের সাথীদের জন্য পৃথক ভাষায় তালিমের ব্যবস্থা থাকবে।
আপনার মতামত লিখুন :