শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসতেখারার দোয়া

ইসতেখারা আরবি শব্দ। অর্থ কল্যাণ কামনা করা। মঙ্গল প্রার্থনা করা। দৈনিক সতেরো রাকাত ফরজ, তিন রাকাত ওয়াজিব এবং বারো রাকাত সুন্নত ছাড়াও নবিজি (সা.) আমাদের আরও কিছু নামাজ শিক্ষা দিয়েছেন। তার অন্যতম ইসতেখারার নামাজ। আল্লাহর কাছে কোনো ব্যাপারে কল্যাণ কামনা করে যে নামাজ পড়া হয়, সেটাকেই সালাতুল ইসতেখারা বা কল্যাণ কামনার নামাজ বলা হয়। এ নামাজের বিশেষ একটা দোয়া রয়েছে। সেই দোয়াটা হলো─ 

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা বি ইলমিকা, ওয়া আসতাকদিরুকা বি কুদরাতিকা, ওয়া আস  আলুকা মিন ফাজলিকাল আজিম, ফা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তালামু ওয়ালা আলামু ওয়া আন্তা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুন্তা তালামু আন্না হাজাল আমরা খাইরুল লি ফি দ্বীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, ওয়া আজিলিহি ওয়া আজিলিহ, ফাকদুরহু লি, ওয়া য়াসসিরহু লি, সুম্মা বারিক লি ফিহ। ওয়া ইন কুন্তা তালামু আন্না হাজাল আমরা শাররুল লি ফি দ্বীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, ওয়া আজিলিহি ওয়া আজিলিহ, ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু, ওয়াকদুর লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা রাজজিনি বিহ।

বাংলা অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে তোমার ইলমের সঙ্গে মঙ্গল প্রার্থনা করছি। তোমার কুদরতের সঙ্গে শক্তি প্রার্থনা করছি এবং তোমার বিরাট অনুগ্রহ থেকে ভিক্ষা যাচনা করছি। তুমি শক্তি রাখো, আমি শক্তি রাখি না। তুমি জানো, আমি জানি না এবং তুমি অদৃশ্যের পরিজ্ঞাতা। 

হে আল্লাহ, যদি তুমি এই কাজ আমার জন্য আমার দ্বীন, দুনিয়া, জীবন এবং কাজের বিলম্বিত ও অবিলম্বিত পরিণামে ভালো জানো, তা হলে তা আমার জন্য নির্ধারিত ও সহজ করে দাও। অতঃপর তাতে আমার জন্য বরকত দান করো। আর যদি তুমি এই কাজ আমার জন্য আমার দ্বীন, দুনিয়া, জীবন এবং কাজের বিলম্বিত ও অবিলম্বিত পরিণামে মন্দ জানো, তা হলে তা আমার কাছ থেকে ফিরিয়ে নাও এবং আমাকে ওর কাছ থেকে সরিয়ে দাও। আর যেখানেই হোক মঙ্গল আমার জন্য বাস্তবায়িত করো, অতঃপর তাতে আমার মনকে পরিতুষ্ট করে দাও। (বুখারি, হাদিস: ১১৬২)

উল্লিখিত দোয়ার মধ্যে দুই জায়গায় (হাজাল আমরা) আছে। বলার সময় যে কাজের জন্য কল্যাণ কামনা করা হচ্ছে, মনে মনে সেই বিষয়ের দিকে ইঙ্গিত করতে হবে। 

অনেক সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। নামাজ পড়ে দোয়া করার সময় ও সুযোগ পাওয়া যায় না। এ পরিস্থিতিতে একটি সংক্ষিপ্ত দোয়া নবিজি (সা.) শিখিয়েছেন। দোয়াটা হলো─ 

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। 
বাংলা অর্থ: হে আল্লাহ, আমাকে কল্যাণ দান করুন এবং আমার জন্য আপনিই কোন বিষয়টি অবলম্বন করা উচিত তা নির্বাচন করে দিন। (তিরমিজি, হাদিস: ৩৫১৬)

এমন আরেকটি দোয়া আছে─

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা আল হিমনি রুশদি ওয়া আয়িজনি মিন শাররি নাফসি। 
বাংলা অর্থ: হে আল্লাহ, আমার অন্তরে সঠিক পথের ইলহাম করুন এবং নফসের মন্দত্ব থেকে আমাকে রক্ষা করুন। (তিরমিজি, হাদিস: ৩৪৮৩)


লেখক: শিক্ষক, মাদরাসাতুল হেরা, ঢাকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়