শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সব অভ্যুত্থান, লুটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র'

তেহরানের জুম্মার নামাজের খতিব আমেরিকাকে সমস্ত অভ্যুত্থান, লুটপাট এবং যুদ্ধের প্রধান কারিগর হিসাবে উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় এখন যা ঘটছে তার পেছনে রয়েছে বাইরের কঠিন ষড়যন্ত্র।

মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্ক চ্যানেল জানিয়েছে, তেহরানের জুম্মার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে এ অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের প্রধান হাতিয়ার।

জুমার নামাজের খতিব আরো বলেছেন: সিরিয়ার ঘটনাবলীর বহু দিক রয়েছে।  বর্তমানে একাধিক লক্ষ্য সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী সিরিয়া দখল করে আছে এবং বলা যায় দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত।

হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলেমিন কাজেম সিদ্দিকী সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, যদি কোনো দেশের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে থাকে এবং সাহায্য চায় তবে আমরা তাদের সাহায্যে এগিয়ে আসতে পরি। কিন্তু সিরিয়ার সৈন্যরা যুদ্ধ চায়নি, সে কারণে সিরিয়ায় আমাদের উপস্থিতির প্রয়োজন ছিল না।

তেহরানে জুমার নামাজের খতিব বলেন,  এর আগে দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি ছিল প্রজ্ঞাপূর্ণ এবং এটা আমাদের দায়িত্ব ছিল। কারণ সে সময় আমরা সিরিয়ার সহযোগিতায় বিশ্বে নিরাপত্তাহীনতার আগুন নেভাতে পেরেছিলাম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়