শিরোনাম
◈ ‘৩-৪ আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ’, যা বললেন আসিফ নজরুল ◈ এবার পাগলা মসজিদে রেকর্ড, মিলল ৮ কোটি ২১ লাখ টাকা ◈ সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে টানাপোড়েন, কতটা সামাল দিতে পারছে সরকার ◈ বিপুল পরিমাণ মাদকসহ বিমানবন্দরে জনপ্রিয় অভিনেত্রী আটক ◈ হাসিনাকে ফিরিয়ে আনতে ব্যাপক বিক্ষোভ পরিকল্পনা ছাত্রলীগের ◈ বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে ◈ অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইলেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি গোলাম রাব্বানী ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ত্রিপুরা: বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা  ◈ প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা ◈ বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিৎ নয়: শশী থারুর (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:২০ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাখো মুসুল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হলো সিরাজগঞ্জ আঞ্চলিক ইজতেমা

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জ জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। শনিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) তীরে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা শামসুদ্দিন। এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।

জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়। ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল শূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখরিত হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়