শিরোনাম
◈ স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল ◈ বিষ্ণোই গ্যাংয়ের নাইট ক্লাবে বিস্ফোরণের দায় স্বীকার, টার্গেটে ছিলেন বাদশাও ◈ আইনজীবী সাইফুলকে নির্মমভাবে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে, ফুটেজ দেখে সন্দেহভাজন ৬ জন আটক ◈ তানজিম হাসান সাকিবের ২ উইকেটে গ্লোবাল সুপার লিগে জয়ে শুরু গায়ানার ◈ অ্যাডভোকেট আলিফকে হারিয়ে তার পরিবারে শোকের মাতম ◈ দুই আফগানের ঝড়ে সাকিবের বাংলা টাইগার্সের বড় জয় ◈ চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া ◈ শুক্রবার ভোটাভুটিতে চূড়ান্ত হবে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বত্ব ◈ মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাট দিয়ে গড়া ট্রফির লড়াইয়ে মাঠে নামছে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড ◈ ভিওএ বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহ যাদের ভালোবাসেন না!

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নিজের প্রিয় বান্দাদের আলোচনা করেছেন। অনেক স্থানে আবার অপছন্দের ব্যক্তিদের কথাও তুলে ধরেছেন। এখানে কোরআনে বর্ণিত আল্লাহর অপছন্দের ব্যক্তিদের কথা আলোচনা করা হলো।

এক. জালিম: আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের পরিপূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না।’ (সুরা আলে ইমরান: ৫৭)

দুই. অহংকারী ও দাম্ভিক: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং মানুষের সামনে (অহংকারে) নিজ গাল ফুলিও না এবং ভূমিতে দম্ভভরে চলো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা লোকমান: ১৮) অন্য আয়াতে এসেছে, ‘নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না।’ (সুরা নাহল: ২৩)

তিন. সীমা লঙ্ঘনকারী: আল্লাহ তাআলা বলেন, ‘সীমা লঙ্ঘন করো না। নিশ্চিত জেনো, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না।’ (সুরা বাকারা: ১৯০)

চার. পাপিষ্ঠ অকৃতজ্ঞ: ইরশাদ হয়েছে, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-সদকাকে বর্ধিত করেন। আল্লাহ এমন প্রতিটি লোককে অপছন্দ করেন যে অকৃতজ্ঞ, পাপিষ্ঠ।’ (সুরা বাকারা: ২৭৬)

পাঁচ. খিয়ানতকারী: আল্লাহ বলেন, ‘আল্লাহ কোনো খিয়ানতকারী পাপিষ্ঠকে পছন্দ করেন না।’ (সুরা নিসা: ১০৭)

ছয়. বিশৃঙ্খলা সৃষ্টিকারী: আল্লাহ তাআলা বলেন, ‘পৃথিবীতে ফ্যাসাদ বিস্তারের চেষ্টা করো না। জেনে রেখো, আল্লাহ ফ্যাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না।’ (সুরা কাসাস: ৭৭)

সাত. অবিশ্বাসী: আল্লাহ তাআলা বলেন, ‘ফলে যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের ভালোবাসেন না।’ (সুরা রুম: ৪৫)

  • সর্বশেষ
  • জনপ্রিয়