শিরোনাম
◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে ◈ কারও স্ত্রী চলে গেছে, কারও চাকরি: যেমন আছেন জুলাই আন্দোলনের আহতরা ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং, এরপর যা যা হলো ◈ হ্যারি কেইনের রেকর্ড গড়া হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের দারুণ জয় ◈ ভারত ও পাকিস্তানের কাছ থেকে আয়োজক স্বত্ব আইসিসির কেড়ে নেয়া উচিত: রশিদ লতিফ ◈ অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিনটি দারুণ কাটোলো ওয়েস্ট ইন্ডিজ  ◈ যে কারণে বাংলাদেশকে লাখ লাখ ডলার জরিমানা দিতে হচ্ছে ◈ পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, হচ্ছে মামলা, বেশির ভাগই ভারতে অবস্থান করছেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন’

সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।

 খতিব বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি-- সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে এটা হবে-- বৈষম্য শব্দের অপব্যবহার ও শহীদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।’
 
মুফতি আবদুল মালেক বলেন, ‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। সে অনুযায়ী সংস্কার করা হলেই সত্যিকার সংস্কার সাব্যস্ত হবে। নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে দেয়া ও পশ্চিমা সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেয়া সংস্কার নয়। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক।’
 
এর আগে গত সপ্তাহের বয়ানে মুফতি আবদুল মালেক বলেন, ‘আল্লাহর রাস্তায় দীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহীদ। এ ছাড়াও ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করে যদি তাদের হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হিসেবে গণ্য হবে। এই শহীদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দায়িত্ব।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়