শিরোনাম
◈ বিএসএফ ও বিজিবি-র শীর্ষ পর্যায়ের বৈঠক: একমত হতে পারলো না দেড়শো গজের ইস্যুতে ◈ সচিবালয়ে প্রবেশে নতুন নীতিমালা, মানতে হবে যেসব নিয়ম ◈ শহিদ মিনারের সামনে রাষ্ট্রপতির আগমনের প্রতিবাদে বিক্ষোভ, হাসিনার ফাঁসি দাবি (ভিডিও) ◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪, ১২:৪২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহর ক্ষমা পাওয়ার ৩ আমল

আল্লাহ তাআলা অনেক দয়াময় ও ক্ষমাশীল। তিনি চান তার বান্দা ভুল করলে যেন তার কাছে ক্ষমা চায়। তিনি ক্ষমা করতেও ভালোবাসেন।

তিনি বারবার গুনাহ করার পরও বান্দাকে ক্ষমা করেন। গুনাহগার যখনই যথাযথভাবে লজ্জিত হয়, গুনাহ ছেড়ে দেয় এবং তওবা করে, তিনি তাকে ক্ষমা করে দেন। কোরআনের অনেকগুলো আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন তিনি গফুর ও রহিম অর্থাৎ ক্ষমাশীল ও পরম দয়ালু।

কেউ যত বড়ই গুনাহ করুক না কেন, সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ না হয় সেজন্য নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা জুমার ৫৩)

এখানে আমরা এমন ৩টি দোয়া ও আমল উল্লেখ করছি যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও ক্ষমা করে দেন বলে হাদিসে বর্ণিত হয়েছে।

এক. হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে পড়বে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই

তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেয়া হবে। (তিরমিজি ৩৪৬০)

দুই. হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার পড়ে, سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ উচ্চারণ: সুবহানাল্লহি ওয়া বিহামদিহি অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ তার পবিত্রতা বর্ণনা করছি

তার সব পাপ মুছে দেয়া হয়, যদি তা সমুদ্রের ফেনার মেতো বেশিও হয়। (মুসলিম ৬৭৩৫)
 
তিন. হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশত বার পড়ে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলাকুল্লি শাইয়্যিন কাদীর। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ (উপাস্য) নেই; তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তারই রাজত্ব, তারই যাবতীয় প্রশংসা; তিনিই সব বিষয়ের উপর শক্তিধর।

তার আমলনামায় একশত নেকি লেখা হয়, একশত পাপ মুছে দেয়া হয় এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে তা তাকে রক্ষা করে। (মুসলিম ৬৭৩৫)

সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়