শিরোনাম
◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় ◈ মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছে জনতা (ভিডিও) ◈ ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল ◈ মডেল মেঘনা আলমকে আটকের দিনই ঢাকা ছেড়েছেন সৌদি রাষ্ট্রদূত ◈ আমরা সকলেই একমত দেশে রাষ্ট্র সংস্কার জরুরি: আলী রীয়াজ ◈ মডেল মেঘনা ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ তাঁর সঙ্গে প্রতারণার চেষ্টা করছেন, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগ ◈ রোববার যেসব জেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের নিয়ে সুরা নিসায় যেসব বিধান রয়েছে

কোরআনে পুরুষদের নামে কোনো সুরা না থাকলেও নারীদের নামে একটি সুরা আছে। তা হলো চতুর্থতম সুরা ‘নিসা’। নিসা অর্থ স্ত্রী জাতি। এ সুরায় ২৪ রুকু ও ১৭৬ আয়াত রয়েছে। তৃতীয় হিজরিতে ওহুদের যুদ্ধের পর এটি অবতীর্ণ হয়।

নারীদের নিয়ে অধিক পরিমাণে বিধান থাকায় এ সুরার নাম নিসা রাখা হয়। এছাড়া এতে তায়াম্মুম, উত্তম চরিত্র, উত্তরাধিকার এবং এতিমের অধিকার সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

 আরব দেশে বহু বিবাহ সেসময় অনেক সাধারণ বিষয় ছিল। একেকজন পুরুষের স্ত্রী পাঁচ থেকে দশ জন থাকতো। আল্লাহ তাআলা এই সুরায় স্ত্রীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। সেই সাথে সামর্থ্য থাকা ও ন্যায় সংগত আচরণ করার শর্তে একাধিক বিয়ের অনুমতি দেয়া হয় এ সুরায়।
 
দেনমোহর নিয়ে এ সুরায় বিধান রয়েছে। বিয়ে করার জন্য স্ত্রীকে মোহর প্রদান করা ফরজ করা হয়েছে। বিয়ের আগেই মোহর দিতে হবে। তবে স্ত্রীর সম্মতিক্রমে পরেও দেয়া যাবে।
 
 উত্তরাধিকার সম্পদ নারী ও পুরুষ সবাই পাবে। তাই সম্পদ বণ্টনের সময় নারীরা উপস্থিত হলে বিরক্তি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। এছাড়া নারীদের ভরণপোষণ, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং বিয়ের মোহরানাসহ যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব পুরুষের ওপর অর্পণ করা হয়েছে।
 
সেসময় নারী ও শিশুদের উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হতো। তারা যুক্তি দিতো,  যারা ঘোড়ায় সওয়ার হতে পারে না, তরবারি বহন করতে পারে না, দুশমনের মোকাবিলা করতে পারে না, তাদের সম্পত্তি দেয়া হবে না। এ জন্য আল্লাহ তাআলা নারীদের ও শিশুদের সম্পদ হরণ করা থেকে নিষেধ করেছেন এ সুরায়।
 
নারীদের সঙ্গে সদাচরণ এবং পরিত্যক্ত সম্পত্তিতে তাদের অংশসংক্রান্ত আলোচনার পর ওই সব নারীর আলোচনা করা হয়েছে, আত্মীয়তা, বৈবাহিক বা দুধ সম্পর্কের কারণে যাদের বিয়ে করা হারাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়