শিরোনাম
◈ সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা, যে সব বিষয় নিয়ে হতে পারে আলোচনা  ◈ ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার গ্রেফতার ◈ ঘূর্ণিঝড় ‌‘ডানা’ নিয়ে সর্বশেষ যা জানা গেলো ◈ রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে ◈ নির্বাচন নিয়ে আসিফ নজরুলের বক্তব্য সরকারের বক্তব্য নয়: ধর্ম উপদেষ্টা ◈ হাওরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ◈ ২০২৬ সালের মধ্যেই দেশের প্রথম পাতাল রেল চালু করতে চায় কর্তৃপক্ষ (ভিডিও) ◈ জাতীয় মসজিদের নতুন খতিবকে নিয়ে শায়খ আহমাদুল্লাহর মন্তব্য ভাইরাল ◈ শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে, জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ এতো দাম দেখে অবচেতনমনেই বলে ফেলি আগেই ভালো ছিলাম : হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০১:০৫ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (স.)  যেভাবে ভুল শুধরে দিতেন

মানুষ ভুল করে এটা খুবই স্বাভাবিক বিষয়। কারও ভুল ধরিয়ে দিলে অনেকেই তা শুধরে নেন। বিপত্তি ঘটে যখন কেউ ভুল ধরিয়ে দিতে গিয়ে অপমানিত করে ও তিরস্কার করে। যা একজন মুসলিমের জন্য শোভনীয় নয়।

কাউকে সবার সামনে অপমানিত করে ভুল শুধরে দেয়ার পদ্ধতি ইসলাম অনুমোদন করে না। মহানবী হজরত মুহাম্মদ (স.) কখনোই ভুল শুধরে দিতে কঠোরতার পথ বেছে নেননি। কেউ ভুল করলে একান্তে ডেকে নরম ভাষায় বা ইঙ্গিতে ভুল ধরিয়ে দিয়েছেন।

 হজরত মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি (রা.) বর্ণনা করেন, ‘আমি রসুলুল্লাহ (স.)-এর সঙ্গে নামাজ পড়ছিলাম। এ সময় এক ব্যক্তি হাঁচি দেয়। আমি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে ফেলি। উপস্থিত লোকজন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে আমি বললাম, ‘তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?’ তখন তারা (বিস্মিত হয়ে) ঊরু চাপড়াতে শুরু করে। আমি বুঝতে পারলাম, তারা আমাকে চুপ করতে বলছে। আমি চুপ হয়ে যাই।’
 
মুআবিয়া ইবনে হাকাম বলেন, রসুলুল্লাহ (স.) নামাজ শেষ করে আমাকে (একান্তে) ডাকলেন। তিনি আমাকে কোনো ধরনের তিরস্কার করেননি এবং কোনো কটু কথাও বলেননি। তার চেয়ে উত্তম শিক্ষক আমি কখনো দেখিনি। তিনি শুধু বলেছিলেন, ‘নামাজে কথা বলা উচিত নয়। নামাজ হলো তাসবিহ, তাকবির ও কোরআন তিলাওয়াতের সমষ্টি।’ (মুসলিম)
 
এ বিষয়ে হজরত আনাস (রা.) বলেন, একদিন আমরা রসুলুল্লাহ (স.)-এর সঙ্গে মসজিদে বসে ছিলাম। এ সময় হঠাৎ এক বেদুইন এসে মসজিদের মধ্যেই দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল। তা দেখে সাহাবিরা ‘থামো থামো’ বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন। তখন রসুল (স.) বললেন, তোমরা তাকে বাধা দিয়ো না, বরং তাকে ছেড়ে দাও।
 
লোকজন তাকে ছেড়ে দিল, সে প্রস্রাব সেরে নিল। রসুলুল্লাহ (স.) তাকে কাছে ডেকে বললেন, ‘এটি মসজিদ। এখানে প্রস্রাব করা কিংবা ময়লা-আবর্জনা ফেলা যায় না।’ (মুসলিম ২৮৫)
 
 একজন মুসলিমের সবসময় হিতাকাঙ্ক্ষী হওয়া উচিত। হিংসার বশবর্তী হয়ে অন্যের ভুল ধরা উচিত নয়। কেউ যদি অন্যের কল্যাণ কামনা করে ভুল ধরিয়ে দিতে চায় তাহলে যে ভুল করেছে সে কষ্ট পাবে এমন আচরণ করাও উচিত নয়। উৎস: সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়