শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০১ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথাবার্তায় ‘ইনশাআল্লাহ’ বলার ফজিলত

সামাজিক জীবনে ব্যবহারের কিছু সুন্দর শব্দ রয়েছে ইসলামে। যেমন কারো সঙ্গে সাক্ষাৎ হলে ‘আসসালামু আলাইকুম’ অর্থাৎ ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’ বলা। কেউ কোনো ভালো কাজ করলে মাশাআল্লাহ বলা, ভবিষ্যতে কোনো ভালো করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ এবং ভালো কোনো কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ বলা। অনেকেই এসব বহুল প্রচলিত শব্দের ভুল ব্যবহার করেন। যেমন-কাউকে জিজ্ঞাসা করা হলো কেমন আছেন? তিনি জবাব দিলেন, ইনশাআল্লাহ ভালো আছি। এটা সম্পূর্ণরূপে ভুল।

এখানে বলতে হবে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাদিসে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। পক্ষান্তরে ভবিষ্যতে কোনো কাজ করতে চাইলে তখন বলবে, ইনশাআল্লাহ করব। ‘ইনশাআল্লাহ’ শব্দের অর্থ হচ্ছে, ‘যদি আল্লাহ চান’ (তা হলে আমি কাজটি করব বা কাজটি হবে)। হজরত মুসা (আ.) সৃষ্টিজগতের গোপন রহস্য-সংক্রান্ত জ্ঞান অর্জন করতে খিজির (আ.)-এর কাছে শিষ্যত্ব গ্রহণের নিবেদন করলেন।

তখন খিজির (আ.) জবাবে বলেন, ‘আমি নিশ্চিত যে আমার সঙ্গে থাকার ধৈর্য আপনার নেই।’ এ কথার জবাবে মুসা (আ.) বলেছিলেন, ‘ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন’ (সুরা কাহাফ : ৬৭-৬৯)। আমাদের নবীজি (সা.)-কেও ভবিষ্যৎ বিষয়ে ইনশাআল্লাহ বলার নির্দেশ দেওয়া হয়েছে (সুরা কাহাফ : ২৩-২৪)। আল্লাহ বোঝার ও আমল করার তওফিক দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়