শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ০১:৩৫ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজন মুসলমানের ওপর অপর মুসলমানের ছয় অধিকার

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনে চলতে গেলে প্রতিনিয়তই পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়ে থাকে। মানুষের চারপাশে থাকা সমাজের এক জনের সঙ্গে অপর জনের অধিকার সম্পর্কে হাদিসে দিকনির্দেশনা এসেছে।

হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এক হাদিসে এ বিষয়ে বর্ণনা আছে। তিনি বর্ণনা করেছেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে:

 
১. কারও সঙ্গে দেখা হলে সালাম দেবে;
 
২. আমন্ত্রণ করলে তা কবুল করবে;

৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে;
 
৪. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে (অর্থাৎ, ইয়ারহামুকাল্লাহ বলবে);
 
৫. পীড়িত হলে তার কাছে গিয়ে খবরাখবর নেবে;
 
৬. ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে। (মুসলিম ২১৬২)
 
এসব বিষয়ে লক্ষ করলে দেখা যাচ্ছে সবগুলোই অন্যের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে। সমাজে মানুষ যাতে একে অপরের সাথে ভালোভাবে বসবাস করে তার জন্য এস বিষয়ে শুধু নির্দেশনা দেয়া হয়নি বরং হক বা অধিকার বলা হয়েছে।
 
সমাজে শুধু নিজের মতো চলবে এমন গুণ মুসলমানের নয়। অপর মুসলমানের খোঁজ খবরও নিতে হবে। দেখা সাক্ষাতে হাসি মুখে অভ্যর্থনা জানাতে হবে, খাবারের দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। অসুস্থ হলে দেখতে যেতে হবে। সবশেষ জানাযায় গিয়ে দোয়া করতে হবে।

ইসলাম মানুষকে সামাজিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকার শিক্ষা দেয়। সমাজ বিচ্ছিন্ন হয়ে থাকার শিক্ষা দেয় না। একেবারে দুনিয়া-বিমুখ হওয়ারও শিক্ষা দেয় না। সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়