শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে : জ্যোতি ◈ ‘রিয়ালে রোনালদোর কৃতিত্বকে স্পর্শ করতে পারবে এমবাপ্পে’ ◈ যশোর-বেনাপোল মহাসড়কে প্রাইভেটকার-মটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ ◈ বাংলাদেশসহ যেসব দেশে যে পরিমাণ শুল্ক আরোপ করলেন ট্রাম্প, যা জানাগেল ◈ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ‘ কুরআন মজীদে নৃতত্ব ’  ও  ‘ ইসলামের পথ-পরিক্রমা ’ বইয়ের মোড়ক উন্মোচন

রাশিদ রিয়াজ : বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আজ বিকেলে ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে  ‘ কুরআন মজীদে নৃতত্ব’ ও  ‘ইসলামের পথ-পরিক্রমা’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সবুর খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. আনোয়ারুল কবির। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের  ইরানি ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক ও  ‘ইসলামের পথ-পরিক্রমা’ শীর্ষক বইয়ের অনুবাদক তানজিনা বিনতে নূর ও কবি মাহমুদুল হক নিজামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী। 

অনুষ্ঠানে বক্তারা বই দুটি সম্পর্কে আলোচনায় বলেন,   ‘ইসলামের পথ-পরিক্রমা’ মানব ইতিহাসের সর্বাধিক উজ্জ্বলতম অধ্যায়,  এটি শুধু ‘ইসলামি সংস্কৃতি’ নামে একটি নতুন বৈশ্বিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে মুসলমানদের সাফল্যের জন্যই নয়, বরং বিশ্বব্যাপী তাদের বিজয়ের বিস্তৃতিও এর অন্যতম নেপথ্য কারণ।

বক্তারা আরো বলেন, আত্মিকতা ও মননশীলতার সংকটের বর্তমান যুগে যখন সত্যের ও মানবতার দুশমনরা প্রতি মুহুর্তে বিভিন্ন ধরনের উন্নততম  হার্ডওয়ার ও সফটওয়োর উপায়-উপকরণ ব্যবহার করে ক্রমবর্ধমানহারে লেখ্য এবং দর্শনীয় ও শ্রবনীয় প্রচার -উপকরণ ছড়িয়ে দিয়ে বিশ্বের ওপর স্বীয় আধিপত্য  বিস্তারের লক্ষে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন সত্যান্বেষীদের সুসংবাদ নিয়ে  এসেছে কোরআন মজিদে নৃতত্ব শীর্ষক বইটি। এর মাধ্যমে লেখক ইসলামের খ্যাতনামা মনীষীগণের বিচারবুদ্ধিজাত ও উদ্ধৃতিযোগ্য জ্ঞানকে কাজে লাগিয়ে ও কোরআন মজীদের জ্ঞানের  মহাসমুদ্রে অবগাহন করে নিগূড় সত্যের মনিমুক্তা  বিশ্বের মানব সমাজের সামনে পেশ করেছে।  বই দুটিতে সত্য ও ন্যায়ের পথে চলার যথাযথ দিক-নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেন তারা । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়