শিরোনাম
◈ অর্থনীতিকে ফিরিয়ে আনছেন ইউনূস, রাজনৈতিক দলগুলো চায় দ্রুত নির্বাচন ◈ বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা ◈ পাকিস্তানে হামলা করবে ভারত, নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর প্রতিবেদন ◈ অর্থ কামানোই প্রধান লক্ষ্য, ২০২৪ সালে সাইবার হানার ধরন পাল্টেছে! ◈ রাবি শিক্ষার্থীদের মধ্যে স্ক্যাবিস ছড়িয়ে পড়েছে, মেডিকেল সেন্টারে মিলছে চিকিৎসা ◈ ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে? ◈ পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে চীনের জোরালো সমর্থন পেল পাকিস্তান ◈ পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি ◈ আসছে নতুন ভাইরাস- মানুষ দ্রুত বু‌ড়ো হ‌য়ে যা‌বে,  চরম সতর্কবার্তা দিলেন বুল‌গে‌রিয়ান বাবা ভাঙ্গা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাস‌পোর্ট নেই, ভিসাও নেই, তারপ‌রেও  ৫০ টির বেশি দেশ ভ্রমণ ক‌রে‌ছেন তি‌নি

এল আর বাদল: কাউকে প্রশ্ন করা হয় ভিসা ছাড়া কোনও দেশে কী যাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি উত্তর দেবেন না। তবে এবারই চমক বিশ্বে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি কোনও পাসপোর্টা বা ভিসা ছাড়াই গোটা বিশ্বে ভ্রমণ করেছেন। কোনও দেশ তাঁকে বাধা দেয়নি। 

ভ্যাটিকান সিটিতে তিনি থাকতেন। তাঁর নাম পোপ ফ্রান্সিস। তাঁকে এমনভাবে দেখা হত যে কোনও দেশ কখনও তাঁর ভ্রমণে আপত্তি করেনি। তিনি ৫০ টির বেশি দেশ ভ্রমণ করেছেন। কোনও পাসপোর্ট বা ভিসা লাগেনি। ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে তিনি ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট ফিগার। তাঁর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল। ফলে তিনি বিশ্বের যেকোনও জায়গা ভ্রমণ করেছেন কোনও ভিসা তার লাগেনি।

ইটালি এবং ভ্যাটিকান সিটির মধ্যে ১৯২৯ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখান থেকেই ভ্যাটিকান সিটিকে একটি আলাদা মর্যাদা দেওয়া হয়ে থাকে। ১৯৬১ সালে ভিয়েনা চুক্তিতেও বলা হয়েছিল পোপ হবে সকলের ওপরে। তিনি কোনও দেশের অধীনে নন। চিন এবং রাশিয়া ভিসার বিষয়টি নিয়ে কড়াকড়ি করলেও পোপ তার উপরে থাকেন।

পোপকে সকলে দেশের ওপরে রেখেছে। তার কাছে রয়েছে একটি ব্যক্তিগত বিমান। সেটি করেই তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন। সেই বিমানের নাম শেফার্ড ওয়ান। এটি একটি বোয়িং বিমান। পোপের বিমান হিসেবে এটিকে ধরা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়