শিরোনাম
◈  পোশাক খাত আবারও দারুণ গতি পেয়েছে: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ ◈ প্রত্যাহারের জন্য সুপারিশ করা রাজনৈতিক মামলার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে সরকার ◈ গ্রেনেড হামলা: তারেকসহ আসামিদের খালাসের শুনানি পিছিয়ে ৪ মে ◈ যে ঐক্যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে: আলী রীয়াজ (ভিডিও) ◈ পাকিস্তানের পর পানি বন্ধ হবে বাংলাদেশের? দাবি বিজেপি সাংসদের ◈ আইন উপদেষ্টার বাসভবনে ড্রোন: পাঠানো হলো ফরেনসিক ল্যাবে, নিরাপত্তা জোরদার ◈ ৩ মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টার ফাওজুল কবির খানের জরুরি নির্দেশনা ◈ ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় ◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০১:১৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি ছাড়ল ভারত, বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর (ভিডিও)

পাকিস্তানশাসিত কাশ্মীরের প্রধান নদী ঝিলামে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে মুজাফ্ফরাবাদের বিভাগীয় প্রশাসন জানায়, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি পানি ছেড়েছে, যার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রশাসনের মুখপাত্র জানান, নদীতে পানি বেড়ে যাওয়ায় নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারত পাকিস্তানকে না জানিয়েই নদীতে অতিরিক্ত পানি ছেড়েছে। ফলে ঝিলাম নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ থেকে এই পানি প্রবাহ শুরু হয়ে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে।

ঝিলাম নদী সিন্ধু নদের একটি উপনদী। সম্প্রতি দুই দেশের মধ্যে সিন্ধু নদ পানি চুক্তি নিয়ে উত্তেজনা বেড়েছে। ভারত দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিলের ঘোষণার মাধ্যমে জানায়, পাকিস্তানে যাতে এক ফোঁটাও পানি না যায়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পরদিন শনিবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও মন্ত্রী বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

ভারতের জলশক্তিমন্ত্রী জানান, সিন্ধু নদ থেকে পানি প্রবাহ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। দ্রুতই নদীর প্রবাহ বদলাতে ড্রেজিংয়ের কাজ সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। এর জের ধরে নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। যে চুক্তির মাধ্যমে দুই দেশ ইন্দাস অববাহিকার ছয়টি নদীর পানির বণ্টন নির্ধারণ করে। একইসঙ্গে দুই দেশের মধ্যে একমাত্র স্থলপথও বন্ধ করে দেয়।

পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য স্থগিত করে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত এয়ারলাইন্সের জন্য আকাশপথ বন্ধ করে দেয়।

পাকিস্তান জানিয়েছে, কোনো এককভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল করা যাবে না। ভারত যদি পাকিস্তানে পানির প্রবাহ থামানোর চেষ্টা করে, তবে সেটাকে ‘যুদ্ধের কার্যক্রম’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেন, কাশ্মীর হামলা নিয়ে ‘নিরপেক্ষ তদন্তে’ পাকিস্তান প্রস্তুত এবং ভারতের ‘ভিতিহীন অভিযোগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা প্রমাণ ছাড়াই ভারতের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীর অঞ্চল দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে। সূত্র: আলজাজিরা, দুনিয়া নিউজ, আনাদুলু এজেন্সি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়