শিরোনাম
◈ দেশে নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার ◈ দেশের দক্ষিণের ২১ জেলায় বিকেল থেকে ‘ব্ল্যাক আউট’ ◈ বড় দুই ভাই টম ও স্যাম কারান ইংল্যান্ডের হ‌য়ে খেল‌লেও বাবার দেশের হয়ে খেলছেন বেন কারান! ◈ জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে, শিক্ষার্থীদের আসিফ নজরুল ◈ তিন দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা ◈ সিস্টেম লসে দেশের গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে বিলিয়ন ডলার ◈ কাশ্মী‌রে হামলা নি‌য়ে ভারতের অভিযোগে শহীদ আফ্রিদির ক্ষোভ, ক্রিকেট পা‌রে দুই দেশ‌কে একত্র কর‌তে ◈ ক্রিকেট বো‌র্ডের ২৩৮ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: বিসিবির বিবৃ‌তি ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযান, গ্রেফতার ৮  ◈ ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪, আহত ৫ শতাধিক

ইরানের বন্দর আব্বাসে ব্যাপক ভয়াবহ এক বিস্ফোরণে ৪ জন নিহত ও কমপক্ষে ৫০০ মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর পরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ঘটনাস্থলের ফুটেজ থেকে দেখা যায়, সেখানে ব্যাপক ধোঁয়া উড়ছে। ইসমাইল মালেকিজাদেহ নামের আঞ্চলিক এক বন্দর কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে ওই বিস্ফোরণ ঘটে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

হরমোজান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মুখতার সালেহ শার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণের পর পরই আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সেখানে চারটি দল পাঠানো হয়। উল্লেখ্য, ‘শহীদ রাজাই’ বন্দর রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 

এছাড়া বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। ওই বন্দর দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ সরবরাহ করা হয়। সংকট  ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মেহেরদারদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করেন, একাধিক কন্টেইনারের বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে। আরও বলেন, আমরা বর্তমানে আহতদের সরিয়ে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাচ্ছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা জানা যায়নি। তবে ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর আহত মানুষ শুয়ে আছেন। একটি আধা পাকা ভবন ধসে পড়েছে। তার নিচে লোকজন আটকা পড়ে আছেন বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়