শিরোনাম
◈ দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য সকলকে কুরআনের দিকেই ফিরতে হবে: জামায়াতে আমীর ◈ দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির বিষয়ে যা বলছে দুদক ◈ বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বাড়তে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস ◈ বাংলাদেশকে ৩ ক্ষেত্রে সহযোগিতা করবে ইতালি ◈ সর্বদলীয় বৈঠক পাকিস্তান ইস্যুতে, সরকারের যেকোনো পদক্ষেপে ‘পূর্ণ সমর্থন’ বিরোধীদলের ◈ রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান ◈ পুলিশ সপ্তাহ-২০২৫: এবার সরকারের কাছে নির্দিষ্ট ৬ দাবি পুলিশের ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতা মাহমুদুজ্জামানকে অবসরে পাঠিয়েছে সরকার ◈ ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার  ◈ ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক শক্তিতে ভারত নাকি পাকিস্তান, কে এগিয়ে?

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিন্তান সম্পর্কে। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি, তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছেন অনেকে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে।

 গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় চার নম্বরে আছে ভারত। আগেরবারও ভারত চার নম্বরেই ছিল। শুধু ২০২৪ সালে নয়, ২০০৬ সাল থেকেই লাগাতার চতুর্থ স্থানে আছে দেশটি। ২০০৫ সালে ভারত পঞ্চম স্থানে ছিল। 
 
অপরদিকে ২০২৫ সালে এই তালিকার ১২ নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছর ছিল ৯ নম্বরে। 
  
স্থলভাগ 

ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ৪,২০১টি ট্যাঙ্ক আছে। গাড়ি আছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৪টি। সেলফ-প্রপেলড আর্টিলারির সংখ্যা হলো ১০০। আর ২৬৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএসআরএস) আছে ভারতের হাতে।
 
পাকিস্তান: ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২,৬২৭টি। ১৭ হাজার ৫১৬টি গাড়ি আছে। সেলফ-প্রপেলড আর্টিলারি আছে ৬৬২টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের (এমএসআরএস) সংখ্যা ৬০০।
 
আকাশপথ : 
ভারত: মোট এয়ারক্রাফটের সংখ্যা ২,২২৯টি। যুদ্ধবিমান আছে ৫১৩টি। হেলিকপ্টার আছে ৮৯৯টি। এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ৮০টি। 
  
পাকিস্তান: পাকিস্তানের হাতে মোট ১,৩৯৯টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমানের সংখ্যা ৩২৮ এবং হেলিকপ্টার আছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হলো ৫৭।
 
নৌপথ: ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ২৯৩টি ‘অ্যাসেট’ আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি। ডেস্ট্রয়ার আছে ১৩টি। ১৪টি ফ্রিগেট আছে। সাবমেরিন আছে ১৮টি। এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা ১৩৫টি।
 
পাকিস্তান: দেশটির ‘অ্যাসেট’-র সংখ্যা ১২১টি। তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই। ৯টি ফ্রিগেট, আটটি সাবমেরিন এবং ৬৯টি প্যাট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। 
  
সূত্র: হিন্দুস্তান টাইমস, গ্লোবাল ফায়ার পাওয়ার-২০২৫

ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?
কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত-পাকিন্তান সম্পর্কে। এরইমধ্যে একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশ দুটি, তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আশঙ্কাও করছেন অনেকে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে।

 গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় চার নম্বরে আছে ভারত। আগেরবারও ভারত চার নম্বরেই ছিল। শুধু ২০২৪ সালে নয়, ২০০৬ সাল থেকেই লাগাতার চতুর্থ স্থানে আছে দেশটি। ২০০৫ সালে ভারত পঞ্চম স্থানে ছিল। 
 
অপরদিকে ২০২৫ সালে এই তালিকার ১২ নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছর ছিল ৯ নম্বরে। 
  
স্থলভাগ 

ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ৪,২০১টি ট্যাঙ্ক আছে। গাড়ি আছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৪টি। সেলফ-প্রপেলড আর্টিলারির সংখ্যা হলো ১০০। আর ২৬৪টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএসআরএস) আছে ভারতের হাতে।
 
পাকিস্তান: ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা ২,৬২৭টি। ১৭ হাজার ৫১৬টি গাড়ি আছে। সেলফ-প্রপেলড আর্টিলারি আছে ৬৬২টি। মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের (এমএসআরএস) সংখ্যা ৬০০।
 
আকাশপথ : 
ভারত: মোট এয়ারক্রাফটের সংখ্যা ২,২২৯টি। যুদ্ধবিমান আছে ৫১৩টি। হেলিকপ্টার আছে ৮৯৯টি। এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা ৮০টি। 
  
পাকিস্তান: পাকিস্তানের হাতে মোট ১,৩৯৯টি এয়ারক্রাফট আছে। যুদ্ধবিমানের সংখ্যা ৩২৮ এবং হেলিকপ্টার আছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হলো ৫৭।
 
নৌপথ: ভারত: গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী, ভারতের হাতে ২৯৩টি ‘অ্যাসেট’ আছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা দুটি। ডেস্ট্রয়ার আছে ১৩টি। ১৪টি ফ্রিগেট আছে। সাবমেরিন আছে ১৮টি। এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা ১৩৫টি।
 
পাকিস্তান: দেশটির ‘অ্যাসেট’-র সংখ্যা ১২১টি। তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই। ৯টি ফ্রিগেট, আটটি সাবমেরিন এবং ৬৯টি প্যাট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। 
  
সূত্র: হিন্দুস্তান টাইমস, গ্লোবাল ফায়ার পাওয়ার-২০২৫

  • সর্বশেষ
  • জনপ্রিয়