শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:২১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও)

দু’দিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে তিনি সৌদির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এসময় মোদিকে ‘বিশেষ সম্মাননা’ দিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিশেষ বিমানটি জেদ্দায় উপসাগরীয় দেশটির আকাশসীমায় প্রবেশ করলে সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ‘বিশেষ উদ্যোগ’ হিসেবে ওই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায়।

 ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানের পাশে এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও রয়েছে।

এনডিটিভি বলছে, এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীরতর করার লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। 
 
 সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বন্ধুত্বের উদাহরণ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় সফরের বিশেষ নিদর্শন হিসেবে, আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সৌদির বিমান বাহিনী তার বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায়।’ 
 
এদিকে জেদ্দা যাওয়ার আগে মোদি বলেন, সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারতের। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংবাদমাধ্যম আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ভারতের বিশ্বস্ত বন্ধু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়