মনিরুল ইসলাম: ভারতে এখন রাজনীতিতে ব্যাগ শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, বরং হয়ে উঠেছে মতাদর্শের বহিঃপ্রকাশের অভিনব মাধ্যম। একদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ব্যাগে ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি’ বার্তা বহন করে আলোচনায় আসেন, অন্যদিকে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ কাঁধে তুলে নেন ব্যাগ, যাতে লেখা ছিল ‘ন্যাশনাল হেরাল্ড কি লুট’।
মঙ্গলবার কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিন জানিয়েছে, সংসদের 'এক দেশ, এক নির্বাচন' বিষয়ক যৌথ সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিতে গিয়ে বাঁশুরি স্বরাজ এমন ব্যাগ ব্যবহার করেন, যা কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির বার্তা বহন করে।
সম্প্রতি, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি একটি চার্জশিট দাখিল করেছে, যেখানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং স্যাম পিত্রোদার নাম রয়েছে। এই মামলার শুনানি আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
বাঁশুরি বলেন, “এই প্রথমবার দুর্নীতি নিজেই মিডিয়ার জায়গা দখল করেছে। কংগ্রেস কীভাবে জনসেবার আড়ালে জনগণের প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর যন্ত্র হিসেবে ব্যবহার করেছে, তা স্পষ্ট হয়ে গেছে।”
প্রসঙ্গত, কংগ্রেসের বিরুদ্ধে সুব্র্যহ্মণম স্বামী আদালতে মামলা করেন, যেখানে অভিযোগ ছিল—অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের ২০০০ কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া ও রাহুল গান্ধী।
এর আগে ডিসেম্বরে প্রিয়াঙ্কা গান্ধী তাঁর ব্যাগে ‘প্যালেস্টাইন’ লেখা নিয়ে আলোচনায় আসেন। পরে সেই ব্যাগ বদলে তিনি ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে আছি’ বার্তা নিয়ে সংসদে হাজির হন। এবার পাল্টা বার্তায় বিজেপি সাংসদও সেই কৌশল গ্রহণ করেছেন। রাজনৈতিক বার্তায় এখন ব্যাগই যেন হয়ে উঠেছে প্রতীকের নতুন ভাষা।