শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে প্রায় ৪০ মিনিট মহাসড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (২১ এপ্রিল) দুপুরে চালকেরা তাদের সিএনজিচালিত অটোরিকশা দিয়ে মহাসড়ক ব্যারিকেড দেয়। এতে মহাসড়কে উভায় পাশে যানজট সৃষ্টি হয়। সেসময় অটোরিকশা চালকরা পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ চালকদের সাথে কথা বলে। তারপর সবাই মহাসড়ক থেকে চলে যায়।

অটোরিকশা চালক নিলয় অভিযোগ করে বলেন, আমার কাছ থেকে চাঁদা দাবি করে পুলিশ। আমি চাঁদা না দিতে চাইলে মামলা দেয়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা দাবি করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। টাকা না দিলেই বিভিন্ন ধারায় মামলা দেয় তারা। এজন্যই মহাসড়ক অবরোধ করা হয়।

অটোরিকশা চালক মাসুদ রানা বলেন, আমার সিএনজি আটকানোর পর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সারাদিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কিভাবে চলবো।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। একটি সিএনজিকে মামলা দেওয়া হয়। যে কারণে তারা রেগে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করে। 

জিল্লুর রহমান রয়েল  
  • সর্বশেষ
  • জনপ্রিয়