শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩০ বছর বয়সে যিনি আরাকান আর্মির নেতৃত্ব নেন

রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প

১৯৭৮ সালের ৭ নভেম্বর জন্ম নেয়া তোয়ান মারত নাইংয়ের জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। কৈশোরে তিনি কাচিন রাজ্যের খনিতে কাজ করার সময় প্রথম সশস্ত্র বিপ্লব সম্পর্কে ধারণা পান। সেখানেই তার পরিচয় হয় কাচিন ইনডিপেনডেন্স আর্মির সঙ্গে। সশস্ত্র ওই সংগঠনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। যারা পরবর্তী সময়ে তাকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেন। সূত্র: বণিক বার্তা 

পাহাড় আর সমুদ্রবেষ্টিত রাখাইন বহুদিন ধরেই অঘোষিত যুদ্ধক্ষেত্র। মিয়ানমারের এ রাজ্যটির রাজধানী সিত্তের দরিদ্র পরিবারে জন্ম নেন তোয়ান মারত নাইং। কৈশোরে দারিদ্র্য তাকে নিয়ে যায় কাচিনের খনিজ উত্তোলন খনিতে। সেখানেই সামরিক প্রশিক্ষণের হাতেখড়ি। ২০০৯ সালে মাত্র ৩০ বছর বয়সে গড়ে তোলেন আরাকান আর্মি। দায়িত্ব নেন কমান্ডার ইন চিফের। সামরিক কৌশল, জাতিগত পরিচয় ও রাজনৈতিক দূরদর্শিতার মিশেলে গড়া তার নেতৃত্বে আজ রাখাইনের ৯০ শতাংশ আরাকান আর্মির দখলে, যা বদলে দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতির চিত্রপট।

তোয়ান মারত নাইংয়ের রাজনৈতিক চেতনার বীজ বপন হয় নব্বইয়ের দশকের শেষভাগে। ১৯৯৮ সালে তিনি ‘ন্যাশনাল ইউনিটি পার্টি অব আরাকান’-এ যোগ দিতে চেয়েছিলেন। সেই সংগঠনের প্রধান সেনা অভিযানে নিহত হন। এরপর ২০০৪ সালে তার সঙ্গে যুক্ত হন চিকিৎসক নায়ো তোয়ান অং। দুজন মিলে ২০০৯ সালে গঠন করেন আরাকান আর্মি। যার লক্ষ্য ছিল রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসন নিশ্চিত করা। কাচিন ইনডিপেনডেন্স আর্মির সহায়তায় মাত্র ২৬ সদস্য নিয়ে যাত্রা শুরু করে আরাকান আর্মি। কমান্ডার ইন চিফ হন তোয়ান মারত নাইং। ভাইস কমান্ডার নিযুক্ত হন নায়ো তোয়ান অং। অল্প সময়েই এটি রাখাইনে নিজেদের অস্তিত্ব জানান দেয়।

ইয়াঙ্গুনে পর্যটন গাইড হিসেবে কাজ করার অভিজ্ঞতা তোয়ান মারত নাইংকে শুধু জীবিকার পথই দেখায়নি, গড়ে তুলেছে একজন দক্ষ ইংরেজিভাষী হিসেবে। এ অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের সুযোগ করে দেয়। একই সঙ্গে তিনি সামরিক কৌশল, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, ভূগোল ও ইতিহাসেও দক্ষতা লাভ করেন। গেরিলা নেতার বাইরেও হয়ে ওঠেন একজন চিন্তক ও কৌশলবিদ।

আরাকান আর্মিকে প্রথমদিকে কেউই গুরুত্ব দেয়নি। কিন্তু সময়ের সঙ্গে তারাই পরিণত হয় মিয়ানমার সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকিতে। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে নাইংয়ের বেশকিছু সামরিক কৌশল। তিনি সরাসরি যুদ্ধে নামার আগে জোট গঠনের দিকে মনোযোগ দেন। ২০১৫ সালে কাচিন, তাআং ও কোকাং বাহিনীর সঙ্গে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ গঠন করেন, যা আরাকান আর্মিকে সামরিকভাবে আরো শক্তিশালী করে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। সামরিক সরকার পতনের দাবিতে মিয়ানমারজুড়ে শুরু হওয়া প্রতিরোধ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠে আরাকান আর্মি। তোয়ান মারত নাইং নিজে ব্যক্তিগতভাবে সেনাশাসনের বিরুদ্ধে অবস্থান নেন। রাজনৈতিকভাবে বৃহত্তর বিপ্লবের পক্ষে নিজের অবস্থান জানান দেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ বাড়ান।

তার রাজনৈতিক অবস্থানও পরিপক্ব ও কৌশলগত। তার বক্তব্য, আরাকান আর্মি অন্ধভাবে কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত নয়, তারা শুধু সেই আন্দোলনের পাশে দাঁড়াবে যা রাখাইন জনগণের স্বার্থ রক্ষা করবে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘তার দৃষ্টিভঙ্গিতে বিপ্লব মানে কেবল সেনাশাসন উৎখাত নয়, এটি এক ধরনের জাতিগত আত্মপরিচয় ও স্বায়ত্তশাসনের লড়াইও বটে।’ তিনি বরাবরই জোর দিয়েছেন রাখাইন জনগণের নিজস্ব স্বায়ত্তশাসনের দাবির ওপর। তার মতে, নতুন মিয়ানমার হবে একটি ফেডারেল কাঠামোর দেশ, যেখানে প্রতিটি জাতিগোষ্ঠী নিজের অঞ্চলের ওপর সার্বভৌম কর্তৃত্ব বজায় রাখবে। এ ভাবনার প্রতিফলন ঘটেছে তার নেতৃত্বাধীন আরাকান আর্মির সামরিক ও কূটনৈতিক কার্যক্রমে। জাতিগত ঐক্যকে প্রাধান্য দিয়ে অন্যান্য জাতিগোষ্ঠী যেমন কাচিন ইনডিপেনডেন্স আর্মি, কারেন ন্যাশনাল লিবারেশন আর্মিসহ অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলেন। এ ঐক্যের ভিত্তিতে তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি সমন্বিত প্রতিরোধ গড়ে তোলে, যা বিস্তীর্ণ অঞ্চলে সামরিক জান্তার পতন ঘটায়।

মিয়ানমারের দক্ষ সামরিক বাহিনীকে কৌশলের যুদ্ধে পরাজিত করেন তিনি। তার কৌশল ছিল তিন স্তরবিশিষ্ট। প্রথমত, গ্রামীণ এলাকাগুলো থেকে জান্তা সেনাবাহিনীকে উৎখাত করা। স্থানীয়দের আরাকান আর্মিতে যোগ দিতে উদ্বুদ্ধ করা। তিনি কৌশলে আরাকানিজ তরুণদের সংগঠিত করতে থাকেন, বিশেষত যাদের মধ্যে অসন্তোষ, বঞ্চনা ও শিকড়চ্যুতির বেদনা ছিল প্রবল। দ্বিতীয়ত, স্থানীয় প্রশাসন নিজেদের নিয়ন্ত্রণে নেয়া। সর্বশেষ আধুনিক অস্ত্র ও ড্রোনের মাধ্যমে সরকারি সেনাবাহিনীর ঘাঁটিগুলোতে আঘাত হানা। প্রতিটি অভিযানে তার এ কৌশল অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। ২০২২-২৪ সালের মধ্যে তার নেতৃত্বে পালেত্তা, মংডু, বুথিডংসহ রাখাইনের প্রায় ৯০ শতাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি।

সামরিক সাফল্যের পর অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। চীনের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘমেয়াদি হলেও জটিল। সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চীনের মধ্যস্থতার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। এটা স্পষ্ট করে যে নাইং চান না রাখাইনের সামরিক ও রাজনৈতিক ভবিষ্যৎ বেইজিং দ্বারা নির্ধারিত হোক। কিন্তু তিনি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্নও করেননি। কারণ রাখাইন উপকূলে চীনের বিনিয়োগ (বিশেষ করে কিউকফিউ গভীর সমুদ্রবন্দর ও চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর) আরাকান আর্মির কৌশলগত প্রভাব বাড়াতে সহায়ক হতে পারে। এ দ্বৈত নীতির মাধ্যমে নাইং রাখাইন অঞ্চলে চীনের প্রভাবকে সীমিত রাখার চেষ্টা করছেন, আবার তার থেকে সম্ভাব্য কৌশলগত সুবিধাও নিচ্ছেন।

ভারতের সঙ্গে তোয়ান মারত নাইংয়ের সম্পর্ক আরো কৌশলী ও বহুস্তরভিত্তিক। ভারত প্রথম দিকে আরাকান আর্মিকে নিরাপত্তার জন্য হুমকি মনে করলেও সম্প্রতি বিদ্যমান বাস্তবতা ও চীনের সঙ্গে প্রতিযোগিতার প্রেক্ষাপটে যোগাযোগ বাড়িয়েছে। নাইং জানেন ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির অংশ হিসেবে কৌশলগত কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট রাখাইনের মধ্য দিয়ে গেছে, এ রুটের নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অগ্রাধিকার। এ সুযোগ কাজে লাগিয়ে নাইং ভারতকে বোঝাতে সক্ষম হয়েছেন রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করাই ভারতের জন্য যুক্তিসংগত।

বিশ্লেষকরা মনে করেন, নাইং ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় একটি ‘উদার জাতিগত সহাবস্থান’ নীতি অনুসরণ করছেন। যেখানে তিনি ভারতের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক উদ্যোগে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন বিনিময়ে ভারত যেন রাখাইন রাজ্যে তার রাজনৈতিক অবস্থানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়। পাশাপাশি আরাকান আর্মি ভারতকে এটা বিশ্বাস করাতে চায় যে তারা চীনের ‘প্রক্সি’ নয়, বরং রাখাইনের জন্য একটি স্বাধীন সত্তা যারা নিজেদের জাতিসত্তা ও স্বায়ত্তশাসনের প্রশ্নে আত্মনির্ভর। গত বছরের ৫ আগস্টের পর আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে ভারত। এমনকি দুইপক্ষের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে বলেও জানা গেছে।

বিশ্লেষকদের মতে, চীন ও ভারত—এ দুই শক্তির সঙ্গে সম্পর্ক রক্ষায় তোয়ান মারত নাইংয়ের মূল কৌশল হলো ভারসাম্য রক্ষা ও কোনো এক পক্ষের ওপর নির্ভর না হয়ে রাখাইন রাজ্যের স্বার্থে সর্বোচ্চ সুবিধা আদায় করে নেয়া। ভূরাজনীতির এ স্তরে তার কৌশল অনেকটা ঘূর্ণি যুদ্ধনীতির মতো—প্রত্যক্ষ সংঘর্ষের বাইরে কূটনৈতিক স্তরে অবস্থান পরিষ্কার না করে একাধিক সম্ভাবনার দরজা খোলা রাখা। তবে আন্তর্জাতিকভাবে তোয়ান মারত নাইংয়ের ভাবমূর্তি শুধু ইতিবাচক নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব রয়েছে বলেও অভিযোগ, যা তাকে সমালোচনার মুখে ফেলেছে।

২০২১ সালের ডিসেম্বরে মেজর জেনারেল তোয়ান মারত নাইংয়ের সাক্ষাৎকার নিয়েছিলেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। তিনি বণিক বার্তাকে বলেন, ‘আমার কাছে উনাকে বেশ স্মার্ট ও ক্যারিশম্যাটিক লিডার মনে হয়েছে। প্রায় ২৫-৩০ হাজার সদস্যকে খাওয়ানো থেকে শুরু করে মেইনটেইন করা কম কথা নয়। মনে রাখতে হবে আরাকানি আর্মির কোনো সমৃদ্ধ ইতিহাসও নেই। মাত্র ১৫ বছর বয়সী একটি নবীন সংগঠন এখন মিয়ানমারের সবচেয়ে সফল সশস্ত্র সংগঠনগুলোর একটি। এটা দারুণ নেতৃত্ব ছাড়া সম্ভব নয়।’ বার্মিজ সেনাবাহিনী অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্যের দিক থেকে বেশ দক্ষ। এমন একটি বাহিনীকে পরাজিত করা কেবল একজন দক্ষ নেতার পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

তোয়ান মারত নাইংকে দক্ষ কূটনীতিক হিসেবে উল্লেখ করে আলতাফ পারভেজ বলেন, ‘মিয়ানমার সরকার বরাবরই চীনঘনিষ্ঠ। চীনের কাছ থেকেও সহায়তা আদায় করেছেন তিনি। বর্তমানে ভারত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করলেও আগে কিন্তু পরিস্থিতি ভিন্ন ছিল। ফলে ভারতের বিপক্ষেও টিকে থাকা তার আন্তর্জাতিক কূটনীতির দক্ষতারই পরিচায়ক।’

আরাকানের বাইরেও মেজর জেনারেল নাইং বেশ জনপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি শুধু আরাকান বা রাখাইনে জনপ্রিয় নন, রাখাইনের পার্শ্ববর্তীয় অঞ্চলগুলোর সশস্ত্র যোদ্ধাদের কাছে তিনি ভীষণ জনপ্রিয়। মূলত এ অঞ্চলের জাতীয়তাবাদী যোদ্ধাদের কাছে তিনি অনুপ্রেরণা।’

তোয়ান মারত নাইং রোহিঙ্গাদের ফেরত নেয়ার পক্ষে ছিলেন জানিয়ে আলতাফ পারভেজ বলেন, ‘রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি না দিয়ে নাগরিক হিসেবে অধিকার দেয়ার পক্ষে ছিলেন তিনি। এখন অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। রাখাইনরা সাধারণত বেশ জাতীয়তবাদী। এছাড়া সম্প্রতি রোহিঙ্গারা আরাকান আর্মির বিপক্ষে অস্ত্র তুলে নেয়ায় পরিস্থিতি কিছুটা বদলেছে। নেতা হিসেবে রোহিঙ্গাদের পক্ষে কথা বললে কট্টর জাতীয়তবাদীদের কাছে তার জনপ্রিয়তা হ্রাসের ঝুঁকি রয়েছে।’

মাত্র ৩০ বছর বয়সে সশস্ত্র সংগঠন গড়া তরুণ তোয়ান মারত নাইং পাহাড়ি এলাকা থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসবেন, তা কেউ ভাবেনি। বিপুল জনসমর্থন, সুসংগঠিত বাহিনী, কূটনৈতিক কৌশল ও কাঠামোবদ্ধ রাজনৈতিক অবস্থান মিলিয়ে রাখাইন রাজ্যের এ সামরিক ও রাজনৈতিক নেতা বর্তমানে শুধু মিয়ানমারে নয়, সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়