ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
জিকরাকে প্রায়শই সীলমপুর এলাকায় পিস্তল হাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। এমনকি হোলি উৎসবের সময়ও বন্দুক হাতে একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল। বন্দুক হাতে তাঁর সেই ভিডিওর জেরে অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই ‘লেডি ডন’ সম্পর্কে কিছু তথ্য দিয়েছে:
অভিযোগ রয়েছে, এই তরুণী কুখ্যাত গ্যাংস্টার হাশিম বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। হাশিম বাবা বর্তমানে কারাগারে। গত বছর দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকায় জিম মালিক নাদির শাহ হত্যাকাণ্ডসহ একাধিক হাইপ্রোফাইল মামলায় তাঁর নাম জড়িয়েছে।
জিকরার ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবিতে ফিলিস্তিনি পতাকা রয়েছে। ১৫ হাজার ৩০০-এর বেশি ফলোয়ারের অ্যাকাউন্টে নাম লেখা ‘sher_di_sherni_ 00’ এবং বায়োতে লেখা ‘lady don’। সাম্প্রতিক অনেক পোস্টে তাঁকে বিভিন্ন গানের সঙ্গে নাচতে দেখা যায়। কখনো কখনো রাস্তায়ও নাচের ভিডিও শেয়ার করেন তিনি।
এর মধ্যে একটি পোস্ট, যেটি পরে সম্ভবত সরিয়ে ফেলেছেন, সেখানে দেখা যায়, পুলিশ যখন তাঁকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার করছে তখন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়ছেন। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন জিকরা।
একসময় জিকরা এক গ্যাংস্টারের স্ত্রীর হয়ে কাজ করতেন। অভিযোগ রয়েছে, বর্তমানে তিনি কমপক্ষে ১০–১৫ জন লোক নিয়ে একটি গ্যাং পরিচালনা করেন।
নিহত কিশোরের বাবা জানিয়েছেন, জিকরা তাঁর ছেলে কুনালকে একাধিকবার হুমকি দিয়েছিলেন। তিনি বলেন, ‘সে জেলেও ছিল, হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়। সে বলত, সুযোগ পেলে আমার ছেলেকে মেরে ফেলবে।’
কিশোর কুনাল হত্যাকাণ্ডের ঘটনায় জিকরার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে নিহত কিশোরের বাবার অভিযোগ এবং জিকরার বিতর্কিত অতীত ফের তাঁকে সংবাদের শিরোনামে নিয়ে এসেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং জিকরার ভূমিকা খতিয়ে দেখছে।