ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। এই হামলাকে ইয়েমেনে মার্কিন বাহিনীর চালানো সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরার।
ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির আল-মাশিরাহ টিভিতে বলা হয়েছে, বৃহস্পতিবার মার্কিন বাহিনীর চালানো এই হামলায় আহত হয়েছে ১০২ জন। হোদেইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল মাশিরাহ।
মার্কিন বাহিনী বলছে, হুথি যোদ্ধাদের জন্য জ্বালানির একটি উৎস বিচ্ছিন্ন করতে এই হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউএস কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে হ্রাস করা।
তবে হুথি যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা নিয়ে মন্তব্য করেনি পেন্টাগন।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন ট্রাম্প। আল জাজিরা বলছে, ট্রাম্পের ক্ষমতায় বসায় পর এটি হুথিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা।
এর আগে গত মার্চে ইয়েমেনে দুই দিনে মার্কিন হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি।