শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:২৫ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে দুই ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুন, অভিযোগ পাকিস্তানির বিরুদ্ধে

দুবাইয়ে ২ ভারতীয়কে তলোয়ার দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে এক পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় অপর এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে খবর। মৃত ২ জনেই তেলেঙ্গানার বাসিন্দা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিশান রেড্ডি। মৃতদের মধ্যে একজন আস্ঠাপু প্রেমসাগর (৩৫) এবং অন্যজন শ্রীনিবাস।পরিবারের অভিযোগ, এক পাকিস্তানি নাগরিক তাদের উপর হামলা চালায়।

ঘটনাটি ঘটে ১১ এপ্রিল।পরিবারের তরফে বলা হয়, নরমাল জেলার সোনান গ্রামের বাসিন্দা প্রেমসাগর গত পাঁচ-ছয় বছর ধরে দুবাইয়ের বেকারিতে কাজ করতেন।তিনি শেষবার দুই বছর আগে পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন। টাকা পয়সার অভাবে প্রত্যেক বছর বাড়িও ফিরতে পারতেন না। প্রেমসাগরের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রেমসাগরের কাকা এ. পোষেত্তি, জানিয়েছেন, এখনও তাদের পরিবারের কাছে এই ঘটনায় কোনও খবর পৌঁছায়নি এবং সরকারের কাছে মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছেন। প্রেমসাগরের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাদের সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ করেন।

পিটিআইকে নিহতের পরিবার জানিয়েছে, দুবাইয়ের বেকারিতে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এরপরেই অভিযুক্ত তলোয়ার নিয়ে প্রেমসাগর-সহ তিনজনকে আক্রমণ করেন। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয় এবং অন্য জন আহত হয়েছেন। ওই বেকারিতেই সকলে কাজ করতেন বলে খবর।

অন্যদিকে, এক্স পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জি কিশান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, দ্বিতীয় নিহত ব্যক্তি শ্রীনিবাস, যিনি নিজামাবাদ জেলার বাসিন্দা। হামলায় আহত তৃতীয় ব্যক্তি, সাগর, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি শোক প্রকাশ করে রেড্ডি জানিয়েছেন, এই নিয়ে তিনি কথা বলেছেন ভারতের মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। তিনি নিহতদের দেহ দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য সাহায্য করেছেন। বিষয়টি নিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বিদেশ মন্ত্রক কাজ করবে বলেও আশ্বাস দিয়েছেন এস জয়শঙ্কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়