শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড

চলতি বছরের মে মাস থেকেই থাইল্যান্ড ভ্রমণকারীদের জন্য চালু হতে যাচ্ছে নতুন নিয়ম। দেশটিতে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিইএসি) পূরণ করতে হবে ভ্রমণকারীদেরকে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষসহ ঢাকা থেকে থাইল্যান্ডের রুটে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোকে বিষয়টি অবগত করে একটি চিঠি দিয়েছে থাই ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, এটি একটি অনলাইন ফর্ম, যা যাত্রীরা আগাম পূরণ করে জমা দেবেন থাই ইমিগ্রেশন ওয়েবসাইটে। থাইল্যান্ডে প্রবেশের কমপক্ষে তিনদিন আগে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এই নতুন ব্যবস্থার আওতায় বিমান, স্থল ও জলপথ—তিন পথেই প্রবেশকারী যাত্রীদের জন্যই নিয়মটি প্রযোজ্য হবে। অর্থাৎ, থাইল্যান্ডে যেভাবেই প্রবেশ করুন না কেন, ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণ না করলে প্রবেশে সমস্যা হতে পারে। আবেদন করতে হবে www.tdac.immigration.go.th ওয়েবসাইটে।

থাই সরকারের পক্ষ থেকে চিঠিতে বলা হয়েছে, এই প্রক্রিয়াটি চালু করার মূল উদ্দেশ্য হলো—প্রবেশ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা। আগেভাগেই যাত্রীদের তথ্য হাতে থাকলে বিমানবন্দরে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং ইমিগ্রেশন চেকও হবে দ্রুত।

এই ডিজিটাল অ্যারাইভাল কার্ড প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ এবং কয়েক মিনিটেই পূরণ করা সম্ভব। কিন্তু, সেটা সময়মতো না করলে বিমানবন্দরে যাত্রা বাতিল হওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়