তপু সরকার হারুন : শেরপুরের শ্রীবরদীতে সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রের ৪ শিক্ষককে দায়িত্ব অবহেলার কারণে কক্ষ পরিদর্শকের পদ থেকে অব্যবহিত দেওয়া হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে ৪ জন শিক্ষককে অব্যাহতি দেন ওই কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ রকিবুল হাসান। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন ১নং কক্ষের পরিদর্শক মো. ইউনুছ আলী ও মো. নুরুন্নবী মোস্তফা নবীন এবং ৪ নং কক্ষের পরিদর্শক মোছা. সোহাগী খাতুন ও মো. লোকমান হোসেন। একই সময়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোরাদ মিয়া ও মেহেদী হাসান নামে একই কেন্দ্রের ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
তথ্যগুলো নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রকিবুল হাসান। তিনি জানান, অসদুপায় অবলম্বনের কারণে ওই কেন্দ্রের ২ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একইসাথে ৪ কেন্দ্র পরিদর্শককে দায়িত্বে অবহেলার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।