শিরোনাম
◈ শর্ত শেষ হওয়ায় ভারত থেকে চাল আসছে না ◈ শাজাহান খান বললেন, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি, ‘দিন আমাদেরও আসবে’ মেননকে বললেন ইনু ◈ শিগগিরই ইউরোপে মুক্ত ভ্রমণের দ্বার খুলছে সৌদি নাগরিকদের জন্য ◈ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস ◈ মুক্তির পরও আয়নাঘরে বন্দীরা এখনো আতঙ্কে ! ◈ বাংলাদেশে নববর্ষের নাম পরিবর্তন যেভাবে বিতর্কের জন্ম দিয়েছে ◈ ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে আনফ্রেল, স্বল্পতম সময়ে একটা জাতীয় সনদ তৈরি করা যাবে ◈ ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায় করা সেই যুবক রিমান্ডে ◈ পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর যৌথবাহিনীর ফাঁকা গুলি, আহত ১২ ◈ বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তথ্য দিতে নির্দেশ দিয়েছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহু ইসরাইলের ‘শত্রু’, বললেন দেশটির সাবেক সেনাপ্রধান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হত্যাযজ্ঞ চলছেই। সবশেষ ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ইসরায়েলেও ক্ষোভ বাড়ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ কয়েক হাজার সাবেক ও বর্তমান সেনা ইসরায়েল সরকারকে চিঠি দিয়েছে। এমনকি নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালৎজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান ড্যান হালুৎজ বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু। তিনি এই দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।”

ইসরাইলি চ্যানেল ১২-কে তিনি আরও বলেন, ‘শত্রুকে দমন করা বা কারারুদ্ধ করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।’

তবে নেতানিয়াহুর লিকুদ পার্টি হালুৎজের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। দলটি বলেছে, ‘গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উসকানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থিদের উৎসাহিত করবে।’ 

দলটি আরও বলেছে, ‘আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।’

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনের ছিটমহলে যুদ্ধ বন্ধের দাবিতে সাবেক ও বর্তমান সেনাদের জোরালো আহ্বানের মধ্যে হালুৎজের এই মন্তব্য করলেন। 

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ভয়াবহ হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়